ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

‘হুক্কা’ প্রতীকসহ জাগপা ফিরে পেল নিবন্ধন      

২০২৫ নভেম্বর ০২ ১৯:০৫:২৯








‘হুক্কা’ প্রতীকসহ জাগপা ফিরে পেল নিবন্ধন




 
 



 

নিজস্ব প্রতিবেদক :জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রাজনৈতিক দল হিসেবে আবার নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে।

জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করেছিল, তবে এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করা হয়। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ ২০২৫ সালের ১৯ মার্চ এই বাতিল সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে, নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। আমরা ধৈর্যের সঙ্গে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের বিজয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।” জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি যেই কারণ দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপা’র ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী দৃঢ় অবস্থান। ভারতের ‘র’-এর পরিকল্পনা এবং দেশের মধ্যে ষড়যন্ত্রের ফলে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। দেশের ভিতরে ও বাইরে সব ষড়যন্ত্রের অবসান হয়েছে।”

রোববার ইসি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরপিও অনুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টি ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন পায়, যার নিবন্ধন নম্বর ০৩৬ এবং প্রতীক ছিল ‘হুক্কা’। পরবর্তীতে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ রাখা হয় এবং সংশোধিত সার্টিফিকেট দেওয়া হয়।

এরপর ২০২১ সালের ২৮ জানুয়ারি ইসি এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করে। বিষয়টি নিয়ে দায়ের করা রিট মামলায় হাইকোর্ট ২০২৫ সালের ১৯ মার্চ ইসির ২০২১ সালের প্রজ্ঞাপন বাতিল করার রায় দেয়।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত