ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

উচ্চশিক্ষার মান উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইউজিসির চুক্তি

২০২৫ নভেম্বর ০১ ১৮:১৩:২৪

উচ্চশিক্ষার মান উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইউজিসির চুক্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষকদের নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি সই করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ব্রিটিশ কাউন্সিলের ভাইস চেয়ার বারোনেস ওয়েন্ডি আলেকজান্দার। ইউজিসির পক্ষ থেকে চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স হায়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা, একাডেমিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে হিট প্রকল্পকে সহায়তা করবে। এর ফলে উচ্চশিক্ষার খাতের আন্তর্জাতিক মান বৃদ্ধির সঙ্গে সরকারের শিক্ষানীতিতে টেকসই পেশাদার উন্নয়নের ভিত্তি গড়ে উঠবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, ‘এ অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার সংস্কার যাত্রায় কৌশলগত এবং সময়োপযোগী পদক্ষেপ। এটি বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের অ্যাডভান্স হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে নেতৃত্ব, শিক্ষার উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক মান বৃদ্ধির সুযোগ তৈরি করবে।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘ইউজিসির সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার মান ও নেতৃত্ব বিকাশে আমাদের প্রতিশ্রুতিকে দৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার পথ খুলবে।’

ইভেন্ট আয়োজনের দায়িত্বে ছিলেন ব্যারোনেস রোজি উইন্টারটন। তিনি বলেন, ‘এই অংশীদারিত্ব বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিফলন, যেখানে শিক্ষা জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতুবন্ধন।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত