ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

দেশের ইন্টারনেট খাতে সাইবার হামলা, ষড়যন্ত্র উন্মোচিত

২০২৫ অক্টোবর ৩১ ১৫:০০:২৩

দেশের ইন্টারনেট খাতে সাইবার হামলা, ষড়যন্ত্র উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ইন্টারনেট সেবা খাতে ভয়ংকর সাইবার ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ সরকারের হাতে এসেছে, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, কিছু অসাধু আইএসপি প্রতিষ্ঠান বিদেশ থেকে পরিচালিত DDoS আক্রমণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক ও ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করছে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং বিটিআরসি তাদের লাইসেন্স বাতিল বা নতুন লাইসেন্স প্রক্রিয়ায় সীমাবদ্ধতা আরোপ করতে পারে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সাইবার আক্রমণের পাশাপাশি আইএসপি খাতের আরেকটি বড় সমস্যা হলো বিপুল আর্থিক বকেয়া ও প্রতারণা। তথ্য অনুযায়ী, বহু আইএসপি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যান্ডউইথ কেনার পর অর্থ পরিশোধ না করে কৌশলে অন্য প্রোভাইডারে স্থানান্তর করেছে। বিটিআরসি জানিয়েছে, বকেয়া অপরিশোধিত থাকলে কোনো লাইসেন্স নবায়ন হবে না।

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কিছু কোম্পানি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা পাওনার নামে ভুয়া চেক দিয়েছে, যার ফলে চেক বাউন্সিংয়ের মতো গুরুতর আর্থিক অপরাধ সংঘটিত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ‘আমরা নেটওয়ার্ক’-এর কথা উল্লেখ করেছেন। ইতিমধ্যেই এই অর্থপাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নেটওয়ার্ক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিটিআরসি সকল আইএসপি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে: দ্রুত অ্যান্টি-DDoS সেটআপ ও লোড-ব্যালান্সার স্থাপন করতে হবে, নেটওয়ার্ক নিরাপত্তায় যথাযথ বিনিয়োগ করতে হবে, প্রতিযোগিতা সীমিত করতে অন্যায় আচরণ বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত আইএসপি যেন একত্র হয়ে DDoS আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে, যাতে সরকার তাদের আইনগত সহায়তা দিতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত