ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

দূষিত শহরের তালিকায় শীর্ষে পাকিস্তান, ঢাকার অবস্থান কত?

২০২৫ অক্টোবর ৩১ ০৮:৩৯:৩৬

দূষিত শহরের তালিকায় শীর্ষে পাকিস্তান, ঢাকার অবস্থান কত?

ডুয়া ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে পাকিস্তানের লাহোর, তবে স্বস্তির খবর আজ ঢাকার বাতাস তুলনামূলকভাবে সহনীয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা ‘আইকিউএয়ার’-এর সূচকে আজ সকাল সোয়া ৮টার তথ্য অনুযায়ী ঢাকার একিউআই স্কোর ৮৭, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীকে ২৭তম স্থানে রেখেছে।

আইকিউএয়ারের তথ্যমতে, শুক্রবার সকাল পর্যন্ত লাহোরের স্কোর ছিল ভয়াবহ ৪৬৭, যা দূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ বায়ু। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (স্কোর ১৭৬) এবং তৃতীয় স্থানে কুয়েত সিটি (স্কোর ১৫৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কাতারের দোহা (১৫২) এবং পাকিস্তানের করাচি (১৫১)।

তালিকার শীর্ষ দশ শহরের বায়ুমানের স্কোর ১৪৪ থেকে ১২২-এর মধ্যে ঘোরাফেরা করছে, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০-৫০ স্কোর মানে ‘ভালো’ বায়ু, ৫১-১০০ ‘সহনীয়’, ১০১-১৫০ ‘সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ’, ১৫১-২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’, এবং ৩০১-এর ওপরে হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বায়ু হিসেবে বিবেচিত হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত