ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

তিন দাবিতে ঢাকায় সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচির ঘোষণা

২০২৫ অক্টোবর ৩০ ২০:৩২:৫৯

তিন দাবিতে ঢাকায় সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন দেওয়াসহ তিন দফা দাবিতে আগামী ৮ নভেম্বর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের চারটি সংগঠন ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেডে বেতন প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেতন গ্রেড সমস্যার সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় তাদের পে কমিশনের কাছে পাঠালেও, পে কমিশন জানিয়েছে তাদের এ সংক্রান্ত এখতিয়ার নেই।

শামছুদ্দীন মাসুদ আরও বলেন, বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, "আমরা চার সংগঠন মিলে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, সময়ের প্রয়োজনে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি জানানো হবে।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত