ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সাত কলেজের ঐতিহ্য রক্ষায় শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

২০২৫ অক্টোবর ৩০ ১৫:১৮:৪৭

সাত কলেজের ঐতিহ্য রক্ষায় শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজ এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংক্রান্ত বিতর্কে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ পাঠিয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাসদার হোসেন, যিনি ‘রাষ্ট্র বনাম মাসদার হোসেন মামলাখ্যাত’ নামে পরিচিত।

মাসদার হোসেন নোটিশটি পাঠিয়েছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমউল্লাহ খোন্দকার, শিক্ষা ক্যাডারের সাবেক অধ্যাপক মোহাম্মদ কফিল উদ্দীন এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নাসরিন বেগমের পক্ষে। নোটিশ বুধবার (২৯ অক্টোবর) পাঠানো হয় এবং বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী।

নোটিশে বলা হয়েছে, সাত কলেজের ঐতিহ্য নষ্ট করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের উদ্যোগ এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের মাধ্যমে শিক্ষার সুযোগ সীমিত করা সংবিধানবিরোধী। এই পদক্ষেপে নারী শিক্ষার সুযোগ কমবে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিকেও প্রভাব পড়বে। নোটিশপ্রাপ্তদের আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্তরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সদস্য অধ্যাপক তানজীমউদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার।

সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া নিয়ে আপত্তি তুলেছে। তারা কলেজগুলোর স্বতন্ত্রতা রক্ষা এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার অব্যাহত থাকার বিষয়ে অনিশ্চয়তার কথা জানাচ্ছেন।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জানান, জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ফলে ৩৫০টি শিডিউল পদ হারায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার। তাই সাত কলেজে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের পদগুলো যেন শিক্ষা ক্যাডারের নিয়ন্ত্রণে থাকে। বর্তমানে এই সাত কলেজে শিক্ষা ক্যাডারের শিডিউলভুক্ত পদসংখ্যা এক হাজারেরও বেশি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত