ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

হংকংয়ে বিনামূল্যে পিএইচডি ফেলোশিপ, আবেদন করবেন যেভাবে

আসাদুজ্জামান
আসাদুজ্জামান

রিপোর্টার

২০২৫ অক্টোবর ৩০ ০৯:৫৭:০২

হংকংয়ে বিনামূল্যে পিএইচডি ফেলোশিপ, আবেদন করবেন যেভাবে

হংকং সম্পূর্ণ বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছরের জন্য বার্ষিক উপবৃত্তিসহ অন্যান্য সুবিধা পাবেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।

হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) ২০০৯ সালে এই ফেলোশিপ প্রোগ্রাম চালু করে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মোট ৩০০টি ফেলোশিপ দেওয়া হবে। আবেদনকারীরা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি ছাড়াও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষায় আবেদন করতে পারবেন।

যে বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ফেলো হিসেবে অধ্যয়ন করা যাবে

*সিটি ইউনিভার্সিটি অব হংকং;

*হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়;

*লিংনান বিশ্ববিদ্যালয়;

*চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং;

*হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয়;

*হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি;

*হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি;

*হংকং বিশ্ববিদ্যালয়;

সুযোগ-সুবিধা

*ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি প্রদান করা হবে;

*একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা প্রদান করা হবে;

এ ছাড়াও অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে;

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক যেসব শিক্ষার্থী সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন এবং ফুল-টাইম পিএইচডি হিসেবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

*প্রাতিষ্ঠানিক অসাধারনতা;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ ( ILETS)। তবে অ্যাকাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে ILETS এর প্রয়োজন নেই;

*গবেষণা ক্ষমতা ও সম্ভাবনা থাকতে হবে;

*যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে;

*নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর ২০২৫।

আবেদন প্রক্রিয়াআবেদনকারীদের অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য এবং আবেদন করার জন্য ক্লিক করুন...

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ