ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

‘জনগণের আকাঙক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে’

২০২৫ অক্টোবর ২৮ ১৭:০১:৪৩

‘জনগণের আকাঙক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার লোভে যদি কোনো দল বা শক্তি এককভাবে সব কিছু চালানোর চেষ্টা করে এবং জাতীয় ঐক্য ভাঙে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যায়, তাহলে এর ফল হবে হিতে বিপরীত। তাদের সংসদ টেকানো এবং সরকার চালানো কঠিন হবে, এবং জনগণের আস্থা তারা ফিরে পাবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে অনুষ্ঠিত সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম জুলাই সনদ প্রসঙ্গে বলেন, আমাদের অবস্থান খুবই স্পষ্ট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা স্পষ্ট করেছি, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি কেবল আনুষ্ঠানিকতা। এটি শুধুই কাগজে সাইন। ইতিহাস আমাদের দেখিয়েছে, ৯০ সালের গণঅভ্যুত্থানের পর ত্রিদলীয় জোটের রূপরেখা জনগণের সঙ্গে প্রতারণার মতোই ছিল। আমরা তার পুনরাবৃত্তি হতে দেব না।

শাপলা প্রতীক নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শাপলা না দেওয়া স্বেচ্ছাচারিতা। এটি মনমতো চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীন নয় এবং আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে না। ফলে এর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন জাগবে। তবে আইনি ব্যাখ্যা থাকলে আমরা যে কোনো প্রতীক নিতে প্রস্তুত।

নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, এখানে আইনি কোনো বাধা নেই, তবে রাজনীতিকভাবে এটি আদায় করতে হবে। যদি নির্বাচনে আমাদের অংশগ্রহণে বাধা দেওয়া হয় বা ষড়যন্ত্র চলে, তবে আমাদের একমাত্র পথ হবে রাজপথ। কিন্তু আমরা চাই গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এগোতে।

জোট সম্পর্কেও তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই। যদি জোটে যেতে হয়, তা নীতিগত ভিত্তিতে হবে। জুলাই সনদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখব কারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং কারা সহযোগিতা করছে। সংস্কারের বিপক্ষে দাঁড়ালে আমরা সেই শক্তির সঙ্গে জোটে যাব না।

ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারির টাইমলাইন অনুযায়ী নির্বাচন যেন হয়, সেই জন্য সব পক্ষকে কাজ করতে হবে। ক্ষমতার লোভে এককভাবে সবকিছু চালানোর চেষ্টা করলে জাতীয় ঐক্য ভাঙবে, জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে, সংসদ ও সরকার চালানো কঠিন হয়ে যাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত