ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর বিষয়ে সরকারের জানা নেই : পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন—এ ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য রাখে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাকির নায়েককে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা আমি জানি না। এটা আমার কাছে নতুন তথ্য। আমি এ ধরনের কোনো নির্দেশ বা সিদ্ধান্ত আগে পাইনি। এটি আপনার কাছ থেকে প্রথমবার শুনলাম।”
সংবাদে উল্লেখ করা হয়েছে, জাকির নায়েক ঢাকায় অবস্থানকালে বিভিন্ন জেলায় ঘুরে ধর্মীয় বক্তৃতা এবং কর্মসূচি পালন করবেন। যদিও স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের ঘোষণায় সফরের বিস্তারিত সময়সূচি ও স্থান প্রকাশ করেছে, সরকারিভাবে তা নিশ্চিত নয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, “আমরা এ ধরনের কোনো সফর বা কার্যক্রম সম্পর্কে সরকারি পর্যায়ে কোনো অনুমোদন বা দায়িত্ব নিইনি। তাই এটি নিয়ে স্পষ্টতা দরকার। যে কোনো আন্তর্জাতিক বা দেশীয় ব্যক্তির সফরের ক্ষেত্রে সরকারি অনুমোদন প্রয়োজন।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ড. জাকির নায়েকের ঢাকা আগমনের খবর ছড়িয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য স্পষ্ট করেছে যে, এই সফর রাষ্ট্রীয় কোনো আমন্ত্রণের আওতায় নয় এবং এ বিষয়ে সরকারি পর্যায়ে কোনো কার্যক্রম বা সমন্বয় করা হয়নি।
এ ঘটনায় ধর্মীয় মহলে, রাজনৈতিক ও সামাজিক সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই আশা করছেন, সফরটি নিয়ন্ত্রণে রাখা হবে এবং আইনগত ও নিরাপত্তার সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)