ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর, চালু হলো নতুন ফিচার

২০২৫ অক্টোবর ২৭ ১৫:১১:৪৩

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর, চালু হলো নতুন ফিচার

ডুয়া ডেস্ক: ইনস্টাগ্রামে কোনো রিল পছন্দ হয়, কিন্তু স্ক্রল করে ফেলায় পরে আর খুঁজে পাওয়া যায় না এই সমস্যায় ভুগেছেন প্রায় সবাই। ব্যবহারকারীদের সেই দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে অবশেষে ইনস্টাগ্রাম এনেছে নতুন ‘ওয়াচ হিস্টোরি’ ফিচার। এখন থেকে আপনি সহজেই দেখতে পারবেন, কোন কোন রিল আগে দেখেছেন, কবে দেখেছেন, এমনকি চাইলে সেগুলো আবারও প্লে করতে পারবেন।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আর রিলস এখন প্ল্যাটফর্মটির সবচেয়ে জনপ্রিয় ফিচার। মাত্র ৩০ সেকেন্ডের রিল কখনো হাসায়, কখনো অনুপ্রেরণা দেয়। কিন্তু স্ক্রল বা রিফ্রেশের কারণে পছন্দের রিল হারিয়ে গেলে সেটি আবার পাওয়া ছিল কঠিন। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, এই সমস্যার সমাধান হিসেবেই এনেছে নতুন ‘ওয়াচ হিস্টোরি’ অপশন, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করে তুলবে।

ফিচারটি ব্যবহারের নিয়ম

  • ইনস্টাগ্রাম অ্যাপ খুলে Settings এ যান।
  • সেখান থেকে Your Activity অপশনে ক্লিক করুন।
  • সেখানে পাবেন Watch History যেখানে দেখা যাবে আপনি সম্প্রতি কোন রিলস দেখেছেন।

নতুন ফিচারের সুবিধাগুলো

  • রিলগুলো তারিখ অনুযায়ী সাজিয়ে দেখা যাবে নতুন থেকে পুরনো বা উল্টোভাবে।
  • নির্দিষ্ট তারিখ বা সময়সীমা অনুযায়ী ভিডিও খোঁজা যাবে।
  • পছন্দ না হলে চাইলে দেখা রিলসের ইতিহাস থেকেও ভিডিও মুছে ফেলা সম্ভব।
  • নির্দিষ্ট অ্যাকাউন্টের রিলস ফিল্টার করে দেখা যাবে।
  • ভুলবশত স্ক্রল বা রিফ্রেশের কারণে হারিয়ে যাওয়া রিলস সহজেই পুনরুদ্ধার করা যাবে।

রিলস দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা

ইনস্টাগ্রামের এই নতুন ফিচার রিলস দেখা আরও উপভোগ্য করে তুলবে। এখন থেকে কোনো আকর্ষণীয় ভিডিও হারিয়ে যাওয়ার ভয় থাকবে না চাইলে মুহূর্তেই ফিরে পাওয়া যাবে প্রিয় রিলটি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত