ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
সার্ভার ডাউন, শিক্ষক-কর্মচারীরা বিপাকে — দায় কার?
নিজস্ব প্রতিবেদক :বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সার্ভারে প্রবেশ করতে না পারায় বিপাকে পড়েছেন। নতুন এমপিওভুক্তি, ইনডেক্স বাতিলসহ যাবতীয় কাজ ইএমআইএস সেলের মাধ্যমেই সম্পন্ন করতে হয়, কিন্তু গত কয়েকদিন ধরে সার্ভারটি অচল থাকায় এমপিও আবেদনসহ অন্যান্য প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
মো. খালিদ হাসান নামে এক শিক্ষক বলেন, “৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত হয়েছি। তাই এমপিওর জন্য আবেদন করতে চেয়েছিলাম, কিন্তু সার্ভার বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।”
রবিবার (২৬ অক্টোবর) মাউশি ও ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কারিগরি উন্নয়নের কারণে সাময়িকভাবে সার্ভার বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই সার্ভার পুনরায় সচল করা হবে।
ইএমআইএস সেলের এক প্রোগ্রামার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কারিগরি ত্রুটি এবং সিস্টেম আপডেটের কাজ চলমান রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) মূল সার্ভার সচল করা সম্ভব হবে।”
সার্ভার অচল থাকায় অক্টোবর মাসের বেতন-ভাতার আবেদনেও বাধা তৈরি হয়েছে। তবে ওই প্রোগ্রামার জানান, “বেতন-ভাতার বিল জমা দিতে যাতে সমস্যা না হয়, সেজন্য আমরা বিকল্প একটি লিংক প্রতিষ্ঠান প্রধানদের সরবরাহ করেছি। তারা সেই লিংক ব্যবহার করে আগের নিয়মেই বিল সাবমিট করতে পারবেন।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির