ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
‘ঢাবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয় নীতি-নির্ধারকদের কাছে তুলে ধরা হবে’

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে আজ বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডুয়া’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, নিলোফার চৌধুরী মনি, অধ্যাপক রুবাইয়েত ফেরদৌস, মোস্তাফিজুর রহমান, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, আবদুস সাত্তার মিয়াজী, বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন, গোপাল চন্দ দেবনাথ, মো. তহা প্রমূখ।
মতবিনিময় সভায় আলোচনা হয় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণে চ্যালেঞ্জ, চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং যানবাহনে সমস্যার উপর। বক্তারা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়তা ব্যবস্থা কার্যকর করতে হবে যাতে তারা সমান সুযোগ সুবিধা পায়। এ জন্য বিশেষজ্ঞদের সহায়তা, অবকাঠামোগত পরিবর্তন এবং মানসিকতা পরিবর্তনের ওপরও জোর দেওয়া হয়।
এ বিষয়ে সভায় সৈয়দ আমিনুর রহমান মাইকেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি গ্রহণের বিষয়ে সাধ্যমতো সহায়তা প্রদান করা হবে, যাতে তাদের শিক্ষা ও সামাজিক জীবন উন্নত হয়। তিনি বলেন, তাদের সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো প্রয়োজনে সমাজকল্যাণ উপদেষ্টার কাছে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হবে।
নিলোফার চৌধুরী মনি বলেন, প্রতিবন্ধীদের সর্বোতভাবে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আশ্বাস দিয়ে বলেন, তাদের সাহায্য করার জন্য যেকোন পদক্ষেপ ইতিবাচকভাবে গ্রহণ করবো। আমরা দায়িত্ব পেলে এ দায়িত্ব আরও ভালোভাবে পালন করার চেষ্টা করবো বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় ৩০ জনের বেশি প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভার শেষে তাদের সবাইকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি করে কম্বল বিতরণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি