ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
খেলাধুলা শুধু বিনোদন নয়, অর্থনীতির চালিকাশক্তিও হতে পারে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে স্পোর্টস বা ক্রীড়াকে কখনোই অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হয়নি। অথচ বিশ্বের অনেক দেশ, যেমন ব্রাজিল ও অস্ট্রেলিয়া, প্রমাণ করেছে—স্পোর্টস একটি দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখতে পারে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, স্পোর্টসের উন্নয়ন শুধু ক্রীড়াঙ্গন নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকেও এগিয়ে নিয়ে যেতে পারে। তাই খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে দেখতে হবে।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমপ্লেক্সে ক্রিকেট, ফুটবল, হকি ও অন্যান্য খেলার সুযোগ থাকবে। যোগ্য তরুণরা তাদের পছন্দমতো খেলায় অংশ নিতে পারবে, যার মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়া নেতৃত্ব গড়ে উঠবে।
প্রতিটি কমপ্লেক্সে প্রশিক্ষকসহ বিভিন্ন পদে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান তিনি। পাশাপাশি একটি বিশেষ স্পোর্টস চ্যানেল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করেন, যাতে দেশের ক্রীড়াপ্রেমীরা সহজেই সর্বশেষ খবর ও অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, স্পোর্টস শুধু স্বাস্থ্য ও বিনোদনের বিষয় নয়—এটি একটি দেশের সফট পাওয়ার। আমরা চাই, ব্রাজিল, আর্জেন্টিনা বা অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশও খেলাধুলার মাধ্যমে বিশ্বে পরিচিতি লাভ করুক।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ক্রীড়া দলের নেতৃত্বে আমিনুল হক দায়িত্ব পালন করছেন এবং তার ওপর দলের পূর্ণ আস্থা রয়েছে।
টুর্নামেন্টের ফাইনালে রুম্মান বিন ওয়ালী সাব্বিরের নেতৃত্বে নীল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জাতীয় দলের সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির, আলফাজ, জাহেদ পারভেজ ও সুজন খেলায় নেতৃত্ব দেন। পরে আমীর খসরু বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্ট উদ্বোধন করেন সাফজয়ী জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. শরীফুল আলম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ আরও অনেকে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল