ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

এনআইএমডির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

২০২৫ অক্টোবর ২৩ ২২:১৬:৪১

এনআইএমডির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি (এনআইএমডি)-এর একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বিকেল ৪টা থেকে ৪টা ৫৭ মিনিট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনআইএমডির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অফ পজিশনিং হেলিন শ্রোয়েন এবং এএইচইএড বাংলাদেশ এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাহিল।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

যদিও বৈঠকের আলোচ্য বিষয় বা গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানায় যে আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক অংশগ্রহণ এবং বহুদলীয় রাজনীতির বিকাশে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিএনপি সূত্র মতে, দলটি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও গণতন্ত্র-অংশীদারদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সম্পর্ক জোরদারের উদ্যোগ অব্যাহত রেখেছে। এই বৈঠক সেই প্রচেষ্টারই একটি অংশ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

এনআইএমডির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

এনআইএমডির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি (এনআইএমডি)-এর একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে... বিস্তারিত