ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা: ফরম, ফি ও ডেডলাইনের সব তথ্য

২০২৫ অক্টোবর ২৩ ১৩:১১:২৫

ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা: ফরম, ফি ও ডেডলাইনের সব তথ্য

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হচ্ছে বুধবার (২২ অক্টোবর) এবং চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। তবে বোর্ড ফি জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর পর্যন্ত। ফি জমার পরই অনলাইনে শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে।

বোর্ডের অনুমোদিত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি অনলাইনে এবং ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে।

ফরম পূরণের কাজ সম্পূর্ণভাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে হবে। Ebtedaee Scholarship Entry বাটনে ক্লিক করে প্রতিষ্ঠানের লগইন প্যানেলে EIIN/কোড ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পেমেন্ট অপশন থেকে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে।

যেসব মাদ্রাসার EIIN বা পাসওয়ার্ড নেই, তারা ‘নতুন পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে মাদ্রাসার কোড ও প্রধানের নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে OTP প্রক্রিয়া সম্পন্ন করে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড পেতে পারবে। এ পাসওয়ার্ড প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

বোর্ড ফি জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। সব শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর তালিকা প্রিন্ট আউট করে যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে Edit অপশনে সংশোধন করা যাবে। সব তথ্য যাচাই শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত