ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

একাত্তরের ভুল স্বীকার, নিঃশর্ত ক্ষমা চাইলেন শফিকুর রহমান

২০২৫ অক্টোবর ২৩ ১০:১৬:০৩

একাত্তরের ভুল স্বীকার, নিঃশর্ত ক্ষমা চাইলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধে দলটির ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বিষয়টি প্রকাশ করেন।

এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, ফেব্রুয়ারির আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এছাড়া, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে থাকা নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন।

ভারতের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে শফিকুর রহমান বলেন, জামায়াত ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়তে চায়।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত