ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

আজ কোথায় কোথায় বন্ধ থাকবে দোকান–মার্কেট, জেনে নিন আগে থেকেই

২০২৫ অক্টোবর ২৩ ০৮:৫০:৪৬

আজ কোথায় কোথায় বন্ধ থাকবে দোকান–মার্কেট, জেনে নিন আগে থেকেই

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় নানা প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে যান দোকানপাট ও মার্কেটে। কিন্তু যানজট পেরিয়ে গন্তব্যে গিয়ে যদি দেখতে হয় সব দোকান বন্ধ, তবে সেই পরিশ্রম হয় ব্যর্থ। তাই আগেভাগে জেনে রাখা জরুরি—আজ বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাটআজ বৃহস্পতিবার বন্ধ থাকবে মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম ও চিড়িয়াখানা এলাকার দোকানপাট। এছাড়া টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেটরাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় মার্কেট আজ সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে— শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট–১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত