ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

অভিভাবক ঐক্য ফোরামের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার দাবি

২০২৫ অক্টোবর ২২ ১৯:৫৮:১৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আমলাতন্ত্র জেঁকে বসার অভিযোগ তুলে দ্রুত সব ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চলমান সংশোধিত প্রবিধানমালার কিছু ধারা-উপধারা নিয়ে হাইকোর্টে একাধিক রিটের পরিপ্রেক্ষিতে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আমলাতন্ত্র জেঁকে বসার প্রেক্ষিতেই তারা এই দাবি তুলেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান নিরপেক্ষ সরকারের অধীনে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান— স্কুল, কলেজ ও মাদরাসায়— বার্ষিক পরীক্ষার আগে (৩০ নভেম্বরের মধ্যে) ছুটির দিনে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দিতে হবে। ফোরাম বর্তমান সব কমিটি ভেঙে দিয়ে জেলা প্রশাসককে একক ক্ষমতা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে কমিটির নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। তারা যুক্তি দেন যে, সরকারি ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষা কার্যক্রমে কোনো ক্ষতি হবে না এবং শ্রেণির কার্যক্রম বন্ধ করার প্রয়োজন হবে না।

অভিভাবক ঐক্য ফোরামের নেতারা আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে মনোনয়নের পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সব অভিভাবক, শিক্ষক-কর্মচারীর সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচন দিতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ঢাকা কাস্টমস... বিস্তারিত