ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সেন্টমার্টিনে ভ্রমণ চান? জেনে নিন সরকারের নতুন নিয়ম

২০২৫ অক্টোবর ২২ ১৯:২২:৪০

সেন্টমার্টিনে ভ্রমণ চান? জেনে নিন সরকারের নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ–২ শাখা থেকে ১২ দফা নির্দেশনা সংবলিত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা, ২০২৩’-এর আলোকে এসব নির্দেশনা কার্যকর হবে। লক্ষ্য একটাই—দ্বীপের ভঙ্গুর বাস্তুতন্ত্র সুরক্ষা দিয়ে পর্যটনকে আরও দায়িত্বশীল ও টেকসই পথে পরিচালিত করা।

নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এখন থেকে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো সেন্টমার্টিনগামী নৌযানের অনুমতি দেবে না। পর্যটকদের অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে টিকিট কিনতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড যুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে।

ভ্রমণের সময়সীমাও কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। নভেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় দ্বীপে যেতে পারবেন, রাত্রিযাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিতসংখ্যক পর্যটক রাত কাটাতে পারবেন, আর ফেব্রুয়ারি মাসে পর্যটন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হবে।

সেন্টমার্টিন সৈকতে রাতের বেলায় আলো জ্বালানো, উচ্চ শব্দ তৈরি, কিংবা বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। কেয়া বনে প্রবেশ, ফল সংগ্রহ বা বিক্রয়, এবং কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক–ঝিনুকসহ জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরচালিত যান চলাচলও বন্ধ থাকবে।

দ্বীপে পলিথিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক—যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান-শ্যাম্পুর ছোট প্যাকেট ও বোতলজাত পানি (৫০০–১০০০ মিলি)—ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারের প্রত্যাশা, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে এবং দ্বীপটি টেকসই পর্যটনের আদর্শ হিসেবে গড়ে উঠবে।

এর আগে আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপস্থিত ছিলেন সচিব ড. ফারহিনা আহমেদসহ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ই–টিকেটিং সংস্থার প্রতিনিধিরা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ঢাকা কাস্টমস... বিস্তারিত