ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

আপনার মেসেঞ্জার চ্যাট হবে আরও প্রাইভেট জানুন বিস্তারিত

২০২৫ অক্টোবর ২২ ১৮:২৯:০৭

আপনার মেসেঞ্জার চ্যাট হবে আরও প্রাইভেট জানুন বিস্তারিত

প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে বর্তমানে ফেসবুক মেসেঞ্জার তৃতীয় সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপ হিসেবে জায়গা দখল করে আছে। মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯৮৮ মিলিয়ন। যদিও হোয়াটসঅ্যাপ (২ বিলিয়ন) এবং উইচ্যাট (১.২৬ বিলিয়ন) শীর্ষে, তবুও মেসেঞ্জারে এমন কিছু অজানা ও চমকপ্রদ ফিচার রয়েছে, যা অনেকেই জানেন না। এসব ফিচার ব্যবহার করলে আপনার চ্যাটিং হবে আরও মজাদার, রঙিন ও নিরাপদ।

চলুন জেনে নেওয়া যাক মেসেঞ্জারের কয়েকটি দারুণ ট্রিকস—

১) ডাকনাম (Nicknames) সেট করুন

বন্ধুর নাম বদলে তাকে মজার একটি ডাকনাম দিতে পারেন।

পছন্দের চ্যাট খুলুন

উপরের ডানদিকে থাকা “i” আইকনে ট্যাপ করুন

“Nicknames” অপশন বেছে নিন

যার নাম বদলাতে চান, তার জন্য নতুন নাম লিখুন

“Set” বা “Save” চাপুন

২) চ্যাট নীরব (Mute Conversation) করুন

যখন ব্যস্ত, তখন চ্যাটের নোটিফিকেশন বন্ধ রাখাই ভালো।

চ্যাট খুলে “i” আইকনে যান

“Mute” অপশন সিলেক্ট করুন

কতক্ষণ নীরব রাখতে চান, তা নির্বাচন করুন

“OK” চাপুন

৩) চ্যাটের রঙ পরিবর্তন (Change Conversation Colors)

নিজস্ব রঙে সাজিয়ে নিতে পারেন প্রিয় চ্যাট।

চ্যাট খুলুন

“i” আইকনে ট্যাপ করুন

“Theme” অপশন থেকে পছন্দের রঙ বা থিম বেছে নিন

৪) ডার্ক মোড চালু করুন (Turn On Dark Mode)

চোখের আরামের জন্য রাতে ব্যবহার করুন ডার্ক মোড।

মেসেঞ্জারের উপরের বাম পাশে প্রোফাইল ছবিতে ক্লিক করুন

“Dark Mode” অপশন চালু করে “ON” করুন

৫) গোপন চ্যাট (Secret Conversation)

নিরাপত্তার দিক থেকে সবচেয়ে কার্যকর এই ফিচার।

বন্ধুর চ্যাট খুলে “i” আইকনে ট্যাপ করুন

“Go to Secret Conversation” নির্বাচন করুন

এই মোডে বার্তাগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, ফলে অন্য কেউ এগুলো পড়তে পারবে না।চাইলে বার্তার অটো-ডিলিট টাইমারও সেট করতে পারেন।

এই লুকানো ফিচারগুলো ব্যবহার করলে মেসেঞ্জারে আপনার অভিজ্ঞতা হবে আরও ব্যক্তিগত, মজাদার ও নিরাপদ। ডাকনাম থেকে ডার্ক মোড কিংবা গোপন কথোপকথন সব ফিচারই যোগ করবে নতুন এক চ্যাটিং অভিজ্ঞতা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত