ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
কুকুর তিহার উৎসবে কুকুরদের রাজকীয় সম্মান জানালো সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে প্রতিবছর পালিত হয় ‘কুকুর তিহার’, যেখানে কুকুরদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। এ দিনে পোষ্য এবং সার্ভিস ডগ উভয়কেই মালা, খাবার ও সিঁদুর দিয়ে সাজিয়ে তাদের বিশ্বস্ততা ও ভক্তি স্বীকৃত করা হয়। নেপাল পুলিশের ক্যানাইন ডিভিশনের কুকুরদের পদকও দেওয়া হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার নেপালে ‘কুকুর তিহার’ উৎসব উদযাপিত হয়। ঘরে ঘরে এবং রাস্তায় দেখা যায় কুকুরদের রাজকীয় আপ্যায়ন; কেউ তাদের মাথায় টিকা পরাচ্ছে, কেউ ফুলে সাজাচ্ছে, কেউ হাতে ধরা প্লেটে মাংস, ডিম ও দুধ দিচ্ছে। পোষ্য হোক বা পথের কুকুর সবার জন্যই দিনটি সমান।
হিন্দু ধর্মমতে কুকুরকে মৃত্যুর দেবতা যমের দূত হিসেবে ধরা হয়। শতাব্দী ধরে এই বিশ্বাসের আলোকে কুকুরদের বিশ্বস্ত বন্ধু হিসেবে সম্মান জানাতে ‘কুকুর তিহার’ পালিত হচ্ছে। কাঠমাণ্ডুতে নেপাল সেনাবাহিনীর ক্যানাইন ডিভিশনের বর্ণাঢ্য প্যারেডের দৃশ্যও পর্যটক ও স্থানীয়দের নজর কেড়েছে।
নেপাল পুলিশের সুপারিনটেনডেন্ট ড. আর. সি. সাটিয়াল বলেন, “আমরা কুকুরদের শুধু আধ্যাত্মিক কারণে নয়, তাদের সেবার জন্যও সম্মান জানাই। তারা দেশের নিরাপত্তার অমূল্য অংশ।” নেপালজুড়ে পুলিশ ও সেনাবাহিনীতে একশরও বেশি প্রশিক্ষিত কুকুর বোমা শনাক্তকরণ, অনুসন্ধান ও উদ্ধার কাজে নিযুক্ত।
উৎসবটি অনেকে ‘মানুষ ও কুকুরের বন্ধুত্বের উৎসব’ হিসেবে জানে। বিদেশি পর্যটকেরা মনে করেন, নেপালে কুকুর শুধু পোষ্য নয়, তারা পূজিত আত্মা এবং ভালোবাসা ও সম্মানের প্রতীক। পুরাণ মতে, কুকুরকে স্নেহ করলে যম আশীর্বাদ দেন এবং মৃত্যুর পর আত্মার নিরাপদ পথ নিশ্চিত হয়। এ কারণেই এ দিনে কুকুরদের আনন্দ ও আভিজাত্যের ছোঁয়া যেন ফুটে ওঠে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড