ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

এলআর গ্লোবালের তিন কর্মকর্তার শতকোটি টাকার জরিমানা

২০২৫ অক্টোবর ২২ ০৯:২৮:৫১

এলআর গ্লোবালের তিন কর্মকর্তার শতকোটি টাকার জরিমানা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড আবারও নিয়ন্ত্রক সংস্থার রোষানলে পড়েছে। ছয়টি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলআর গ্লোবালের পরিচালনায় থাকা ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় কমিশন কঠোর অবস্থান নেয়।

এ অবস্থায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে উল্লিখিত বিনিয়োগের ৯০ কোটি টাকা সুদসহ ফান্ডগুলোতে ফেরত আনতে হবে।

তবে এই সময়ের মধ্যে বিনিয়োগের অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে, বিএসইসি তিন কর্মকর্তার ওপর মোট ১০০ কোটি টাকার জরিমানা আরোপ করবে। এর মধ্যে—

• সিইও ও পরিচালক রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা,

• প্রাতিষ্ঠানিক পরিচালক জর্জ এম. স্টক থ্রিকে ১ কোটি টাকা, এবং

• পরিচালক রেজাউর রেহমান সোহাগকে ১ কোটি টাকা জরিমানা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি এলআর গ্লোবালের তত্ত্বাবধানে থাকা মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগে অনিয়ম, বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুণ্ন ও বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের নজরদারি বেড়েছে। এর আগে, বিজিআইসিকেও একই ধরনের তদারকি ব্যর্থতায় ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত