ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সব জায়গায় হাসিনার প্রেতাত্মা সক্রিয়: আমান উল্লাহ আমান

২০২৫ অক্টোবর ২১ ১৪:১৮:৩১

সব জায়গায় হাসিনার প্রেতাত্মা সক্রিয়: আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা স্বাভাবিক নয় এবং এটি ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতার অংশ হিসেবে দেখা যেতে পারে। তিনি অভিযোগ করেন, পাশের দেশে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছেন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে দেশের ক্ষতি করছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ডেমোক্র্যাটিক লীগ-ডিএলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সব জায়গায় হাসিনার প্রেতাত্মা সক্রিয়। তাই এ ধরনের ঘটনা ও অন্যান্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানাব।

নির্বাচন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তিনি মনে করেন, সেই সময়ই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন রুখতে নানা ষড়যন্ত্র হচ্ছে। তিনি জনগণকে মনে করিয়ে দেন যে, ভোটাধিকার রক্ষা করতে জনগণ সক্রিয় থাকবে এবং নির্বাচন বানচালের চেষ্টা করা লাভজনক নয়।

স্মরণ সভায় তিনি সাইফুদ্দিন আহমেদ মনির ব্যক্তিত্ব ও রাজনীতিক জীবন নিয়ে বলেন, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যের অন্যতম নেতা ছিলেন মনি। একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতা হিসেবে তিনি সব দলের কাছে জনপ্রিয় ছিলেন। খুব সাধারণ জীবনযাপন করতেন এবং রাজনীতির বাইরে কোনো চিন্তা করতেন না।

সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডাকসুর সাবেক জিএস ও বিএনপি'র যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ