ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ইতালি স্পন্সর ভিসায় ৫ লাখ শ্রমিক নিচ্ছে, সুযোগ পাচ্ছে বাংলাদেশও

২০২৫ অক্টোবর ২০ ১৯:৪৫:০৭

ইতালি স্পন্সর ভিসায় ৫ লাখ শ্রমিক নিচ্ছে, সুযোগ পাচ্ছে বাংলাদেশও

প্রবাস নিউজ: ইউরোপের অন্যতম শিল্প ও পর্যটননির্ভর দেশ ইতালি আবারও বড় পরিসরে বিদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট দেখা দেওয়ায় আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি সরকার।

এই নিয়োগ প্রক্রিয়া হবে স্পন্সর ভিসা (Decreto Flussi) প্রোগ্রামের আওতায়, যার আবেদন শুরু হবে আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে। আবেদন গ্রহণ চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে বিশ্বের ৩৮টি নন-ইউরোপীয় দেশ থেকে আবেদন করা যাবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এবারকার আবেদন প্রক্রিয়ায় নতুন ও কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে। সঠিক মালিক (স্পন্সর) এবং দক্ষ কর্মী ছাড়া আবেদন করা প্রায় অসম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে বলেছেন, দালাল চক্র থেকে সাবধান থাকতে হবে। এখন থেকে মালিক বা প্রতিষ্ঠানের সব কাগজপত্র শতভাগ সঠিক ও যাচাইকৃত না হলে ভিসা অনুমোদন দেওয়া হবে না।

এর আগে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালি প্রায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নিয়েছিল, যা পরবর্তীতে বাড়িয়ে ৫ লাখে উন্নীত করা হয়েছে। এবারও সেই ধারাবাহিকতায় শ্রমবাজারে নতুন কোটার ঘোষণা এসেছে।

এছাড়া ২০২৬ সালের ভিসা ক্লিক-ডে (Click Day) অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। যেসব আবেদনকারী আগেই ফর্ম পূরণ করবেন, তারা নির্ধারিত দিনে সকাল ৯টায় ইতালির অনলাইন পোর্টালে লগইন করে আবেদন জমা দিতে পারবেন।

নতুন সিস্টেমে মালিক ও শ্রমিক উভয়ের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে, যা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে। এতে করে ঢাকায় ইতালির ভিসা প্রাপ্তিতে বাংলাদেশিদের হয়রানি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত