ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা না রাখায় জামায়াতে ইসলামীর উদ্বেগ
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জানিয়েছে, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় থেকে নির্বাচন কমিশন (ইসি) সরে আসায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে দলটি অভিযোগ করেছে, সরকার জুলাই জাতীয় সনদকে আইনি মর্যাদা দিতে গণভোট আয়োজন বিষয়ে গড়িমসি করছে।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে গত ১৭ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত জুলাই যোদ্ধাদের বিষয়ে নিন্দা জানানো হয়। এছাড়া আহতদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন নিয়ে অনীহা দেখাচ্ছে, যা জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এবং উদ্বেগজনক। কেউ কেউ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিচ্ছেন, যা পরিষদের মতে অবাস্তব এবং অপরিপক্ব। এতে গণভোটের গুরুত্ব হ্রাস পাবে এবং প্রক্রিয়া অনিশ্চিত হয়ে যাবে।
বৈঠকে এও বলা হয়, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন জরুরি। এর মাধ্যমে ভোটের স্বচ্ছতা নিশ্চিত হবে, জাল ভোট ও কারচুপি প্রতিরোধ হবে এবং ভোটারদের আস্থা ফিরে আসবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাই সরকারের ও ইসির কাছে জোর দাবি জানিয়েছে, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!