ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
চিলাদি ফাউন্ডেশনের ২০তম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়ায় ২০তম মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয় চিলাদি মহিলা আলিম মাদ্রাসা ও চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে বৃত্তি পরীক্ষা।
প্রথম দিনের পরীক্ষায় সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার পাশাপাশি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের ৫৯টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৮৫২ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় দিনে মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ৬০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য অংশগ্রহণ হিসেবে দেখা হচ্ছে।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন সেনবাগের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বেসরকারি বৃত্তি প্রকল্প। শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনতে এবং গ্রামীণ শিক্ষার মানোন্নয়নে ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে কাজ করছে।
পরীক্ষার দায়িত্বে ছিলেন চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান (পরীক্ষা নিয়ন্ত্রক) এবং চিলাদি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন আশরাফী (কেন্দ্র সচিব)। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মো. কামরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামাল উদ্দিন এবং বৃত্তি পরিচালনা কমিটির সদস্য ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি–ঢাকার অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন হৃদয়।
ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুল খালেক বলেন, ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে আমরা এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছি। এটি নোয়াখালীর অন্যতম শিক্ষাবান্ধব উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কুমিল্লা ও নোয়াখালীর বহু শিক্ষার্থী প্রতিবছর এতে অংশ নেয়। আমরা শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে আরও বড় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগেও সক্রিয় ফাউন্ডেশনটি। ২০২৪ সালের বন্যাকালীন সময়ে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি মানবিক ভূমিকা রাখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন