ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

অভিবাসীদের জন্য নতুন মানদণ্ড চালু করল যুক্তরাজ্য

২০২৫ অক্টোবর ১৯ ২১:০১:১১

অভিবাসীদের জন্য নতুন মানদণ্ড চালু করল যুক্তরাজ্য

ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যে অভিবাসীদের ইংরেজি দক্ষতায় নতুন কঠোর মানদণ্ড আরোপ করা হয়েছে। আগামী ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু ভিসা প্রার্থীর জন্য ‘এ-লেভেল’ সমমানের ইংরেজি দক্ষতা অর্জন বাধ্যতামূলক হবে। বর্তমান ‘জিসিএসই’ মানের চেয়ে এটি একটি ধাপ উঁচু।

নতুন নিয়মের প্রভাবে স্নাতক ডিগ্রিধারী ও দক্ষ কর্মী, ‘স্কেল-আপ’ এবং হাই পটেনশিয়াল ইনডিভিজ্যুয়াল (এইচপিআই) ভিসা প্রার্থীরা সরাসরি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে B2 লেভেলের ইংরেজি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফলাফল ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হবে। ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, B2 লেভেল প্রার্থীরা জটিল বিষয় বোঝার পাশাপাশি সাবলীলভাবে লেখা ও বক্তব্য রাখতে সক্ষম হবেন।

অর্থনৈতিক শর্তও রয়েছে। দক্ষ কর্মী ভিসার জন্য প্রার্থীদের বার্ষিক ন্যূনতম ৪১ হাজার ৭০০ পাউন্ড বেতন নিশ্চিত করতে হবে। স্কেল-আপ ভিসা প্রার্থীদের দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থাকা আবশ্যক। এইচপিআই ভিসার জন্য শেষ পাঁচ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন বাধ্যতামূলক।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “যে কেউ যুক্তরাজ্যে আসবে, তাকে ভাষা শিখতে হবে এবং সমাজে অবদান রাখতে হবে। ভাষা না শিখে কেউ সমাজে অবদান রাখতে পারবে না।” নতুন নিয়মটি অভিবাসন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গত মে মাসে প্রকাশিত হোয়াইট পেপারের অংশ। সরকারের হিসাব অনুযায়ী, এতে প্রতিবছর অভিবাসীর সংখ্যা প্রায় ১ লাখ কমতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, নতুন মানদণ্ড ‘অন্যায্য’ এবং অনেক দক্ষ কর্মী এতে বাদ পড়তে পারেন। তবে সরকারের হাই পটেনশিয়াল ইনডিভিজ্যুয়াল ভিসার সংখ্যা ২ হাজার থেকে ৪ হাজারে বৃদ্ধি করা হয়েছে। প্রতিবছর সর্বোচ্চ ৮ হাজার আবেদন গ্রহণ করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত