ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর, শ্রম চুক্তি নবায়নে প্রস্তুত কুয়েত
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে শিগগিরই একাধিক নতুন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। রোববার (১৯ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান সফররত কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এবারই প্রথম দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক পরামর্শ সভা (FOC) অনুষ্ঠিত হলো। এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, শিক্ষা ও উচ্চশিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, সামরিক সহযোগিতা এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানসহ বেশ কয়েকটি খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এসব ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে দুই দেশ একমত হয়েছে এবং শিগগিরই নতুন চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।
সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি একই দিনে বাংলাদেশের সেনাপ্রধানসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলির একটি চিঠি পররাষ্ট্র উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন। চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৯০ সালে কুয়েত দখলের সময় বাংলাদেশের অবদানের জন্য তার দেশ আজও কৃতজ্ঞ। সে সময় পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সেনা কুয়েতে মাইন অপসারণ ও মানবিক সহায়তায় অংশ নিয়েছিলেন।
বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে ৭টি, আল জাজিরা এয়ারওয়েজ ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করছে। দুই দেশ আরও নতুন রুট ও ফ্লাইট বৃদ্ধিতে সম্মত হয়েছে, যা শিগগিরই কার্যকর হবে বলে জানান কুয়েতের এই কূটনীতিক।
শ্রম সহযোগিতা নবায়ন সম্পর্কেও আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি নতুন চুক্তির খসড়া প্রস্তুত করা হচ্ছে, যা পরবর্তী উচ্চপর্যায়ের সফরে স্বাক্ষরিত হতে পারে।
এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে প্রথমবারের মতো ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষই বহু বিষয়ে ঐকমত্যে পৌঁছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বহুমাত্রিক সহযোগিতায় রূপ দেওয়ার অঙ্গীকার করে।
বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং কুয়েত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ঈসা জোহর হায়াত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত