ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

আ.লীগ ফিরলে কেউ রেহাই পাবে না: রাশেদ খাঁন

২০২৫ অক্টোবর ১৯ ১৪:১১:২৭

আ.লীগ ফিরলে কেউ রেহাই পাবে না: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক:গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। তিনি আশঙ্কা করেছেন, সরকারের দল ফিরে এলে সেটি দেশে গভীর সমস্যা সৃষ্টি করবে এবং গুরুতরভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে।

রাশেদ খাঁন বলেন, তাঁর ধারণা অনুযায়ী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচালের মতো পরিকল্পনা নিয়েছে। তিনি জানান, যদি তারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন ব্যাহত করতে সক্ষম হয় তাহলে দেশে আবারও একটি ১/১১ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, যা তাদের ক্ষমতায় ফেরার একমাত্র পথ হিসেবে দেখা যায়।

তিনি আরও বলেন, ‘‘সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে।’’

রাশেদ খাঁন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সরকারফেরার পর যে পরিস্থিতি তৈরি হতে পারে তা বলা কঠিন এবং ভোটের রাজনীতির নামে যারা আওয়ামী গোষ্ঠীকে মাফ করছেন, তারা পড়তে পারেন মারাত্মক ফলের মুখে।

গণঅধিকার পরিষদের এই নেতা সতর্ক করে বলেন, সামনে তারা গুপ্তহত্যার মতো কর্মসূচিও শুরু করতে পারে। তিনি বলেন, যারা এখন বিভক্তি ছড়িয়ে দিচ্ছেন তারা দেশের স্বার্থে ভাববেন না—কারণ বিভাজনের সুযোগেই ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় ফিরে আসতে পারে।

পরিশেষে রাশেদ খাঁন সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ‘‘ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন; নিজেদের মধ্যে বিভক্তির সুযোগ করে দিয়ে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি তথা আওয়ামী লীগকে ফিরতে দেবেন না।’’ তিনি এই বার্তাটি তাঁর ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে দিয়েছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত