ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
মেসির হ্যাটট্রিকে প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির
.jpg)
স্পোর্টস ডেস্ক: আবারও আলোচনার শীর্ষে লিওনেল মেসি। দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে তিনি প্রায় নিশ্চিত করলেন মেজর লিগ সকার (এমএলএস)–এর গোল্ডেন বুট।
তার নেতৃত্বে ইন্টার মায়ামি ৫–২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ন্যাশভিল এসসিকে। এই জয়ের মাধ্যমে মায়ামি প্লে-অফে জায়গা করে নিয়েছে। মৌসুমের শেষ দিনে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২৯, যা ২৮ ম্যাচে ২৯ গোল—লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গারের চেয়ে দুইটি বেশি। এই ধারাবাহিকতায় প্রথমবারের মতো তিনি এমএলএস গোল্ডেন বুট জয়ের প্রান্তে পৌঁছেছেন। একই সঙ্গে আরেকটি এমভিপি (সেরা খেলোয়াড়) পুরস্কারের দাবিও পোক্ত করেছেন।
ম্যাচের প্রথমার্ধে ন্যাশভিল কিছু সুযোগ নষ্ট করলেও ৩৪ মিনিটে জর্দি আলবারের পাস থেকে বল পেয়ে এক কাটে ডিফেন্ডারকে ছলনা করে মেসি বাঁ-পায়ের শটে গোল করেন—পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত কার্ভে বল জালে পাঠান।
কিন্তু ৪৩ মিনিটে স্যাম সারিজ হানি মুখতারের ক্রস থেকে হেডে সমতা ফেরান ন্যাশভিল। ইনজুরি টাইমে জেকব শাফেলবার্গ পোস্টে লেগে ফিরে আসা বল জালে ঠেলে দেন, এবং প্রথমার্ধ শেষ হয় ২–১ ব্যবধানে ন্যাশভিলের এগিয়ে থাকার সঙ্গে।
দ্বিতীয়ার্ধে ফিরে আসে ইন্টার মায়ামি। ৬৩ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। লুইস সুয়ারেজের শট হানি মুখতারের হাতে লেগে রেফারি পেনাল্টি দেন, যা মেসি ঠাণ্ডা মাথায় গোলরক্ষক জো উইলিসকে ছলনা করে জালে পাঠান।
এরপর ৬৭ মিনিটে বালতাসার রদ্রিগেস গোল করে মায়ামিকে এগিয়ে নেন। ৮১ মিনিটে মেসি হ্যাটট্রিক সম্পূর্ণ করেন, ডিফেন্ডারদের ভিড়ের মধ্য দিয়ে বাঁ পায়ের কার্ভে উইলিসকে পরাস্ত করেন। ইনজুরি টাইমে তেলাস্কো সেগোভিয়া এর গোল মায়ামির জয় নিশ্চিত করে ৫–২ ব্যবধানে।
এই জয়ের ফলে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলে তৃতীয় স্থানে অবস্থান নিশ্চিত করেছে। প্লে-অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ আবারও হবে ন্যাশভিল এসসি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?