ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

মেসির হ্যাটট্রিকে প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির

২০২৫ অক্টোবর ১৯ ১৩:২২:৫৮

মেসির হ্যাটট্রিকে প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক: আবারও আলোচনার শীর্ষে লিওনেল মেসি। দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে তিনি প্রায় নিশ্চিত করলেন মেজর লিগ সকার (এমএলএস)–এর গোল্ডেন বুট।

তার নেতৃত্বে ইন্টার মায়ামি ৫–২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ন্যাশভিল এসসিকে। এই জয়ের মাধ্যমে মায়ামি প্লে-অফে জায়গা করে নিয়েছে। মৌসুমের শেষ দিনে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২৯, যা ২৮ ম্যাচে ২৯ গোল—লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গারের চেয়ে দুইটি বেশি। এই ধারাবাহিকতায় প্রথমবারের মতো তিনি এমএলএস গোল্ডেন বুট জয়ের প্রান্তে পৌঁছেছেন। একই সঙ্গে আরেকটি এমভিপি (সেরা খেলোয়াড়) পুরস্কারের দাবিও পোক্ত করেছেন।

ম্যাচের প্রথমার্ধে ন্যাশভিল কিছু সুযোগ নষ্ট করলেও ৩৪ মিনিটে জর্দি আলবারের পাস থেকে বল পেয়ে এক কাটে ডিফেন্ডারকে ছলনা করে মেসি বাঁ-পায়ের শটে গোল করেন—পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত কার্ভে বল জালে পাঠান।

কিন্তু ৪৩ মিনিটে স্যাম সারিজ হানি মুখতারের ক্রস থেকে হেডে সমতা ফেরান ন্যাশভিল। ইনজুরি টাইমে জেকব শাফেলবার্গ পোস্টে লেগে ফিরে আসা বল জালে ঠেলে দেন, এবং প্রথমার্ধ শেষ হয় ২–১ ব্যবধানে ন্যাশভিলের এগিয়ে থাকার সঙ্গে।

দ্বিতীয়ার্ধে ফিরে আসে ইন্টার মায়ামি। ৬৩ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। লুইস সুয়ারেজের শট হানি মুখতারের হাতে লেগে রেফারি পেনাল্টি দেন, যা মেসি ঠাণ্ডা মাথায় গোলরক্ষক জো উইলিসকে ছলনা করে জালে পাঠান।

এরপর ৬৭ মিনিটে বালতাসার রদ্রিগেস গোল করে মায়ামিকে এগিয়ে নেন। ৮১ মিনিটে মেসি হ্যাটট্রিক সম্পূর্ণ করেন, ডিফেন্ডারদের ভিড়ের মধ্য দিয়ে বাঁ পায়ের কার্ভে উইলিসকে পরাস্ত করেন। ইনজুরি টাইমে তেলাস্কো সেগোভিয়া এর গোল মায়ামির জয় নিশ্চিত করে ৫–২ ব্যবধানে।

এই জয়ের ফলে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলে তৃতীয় স্থানে অবস্থান নিশ্চিত করেছে। প্লে-অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ আবারও হবে ন্যাশভিল এসসি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত