ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
র্যাঙ্কিংয়ে নয় বছরের তলানিতে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৩ ম্যাচের ব্যর্থতার রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল জাপান! প্রথমবারের মতো তারা পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। টোকিওতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ প্রীতি ম্যাচে ৩-২ গোলে জিতে এশীয় পরাশক্তি জাপান লিখেছে নতুন অধ্যায়। অন্যদিকে এই হার ব্রাজিলের জন্য তিক্ত স্মৃতি হয়ে এসেছে—ফিফা র্যাঙ্কিংয়ে তারা নেমে গেছে গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।
অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দারুণ শুরু করলেও, জাপানের বিপক্ষে হোঁচট খায় তারা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে টানা তিন গোল হজম করে সেলেসাওরা। ব্রাজিলের এই হারের পেছনে কোচ আনচেলত্তির স্কোয়াড পরীক্ষানিরীক্ষাকেই দায়ী করা হচ্ছে, কারণ এখনো তিনি পছন্দের সমন্বয় খুঁজে পাননি।
এই পরাজয়ের ধাক্কা সরাসরি লেগেছে ফিফা র্যাঙ্কিংয়ে। এক ধাপ নিচে নেমে সপ্তম স্থানে গেছে ব্রাজিল—যা ২০১৬ সালের আগস্টের পর তাদের সবচেয়ে নিচের অবস্থান। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ১৭৫৮.৮৫ পয়েন্ট নিয়ে সেলেসাওরা এই অবস্থানে। উল্লেখ্য, গত নয় বছরে কখনোই তারা ছয়ের নিচে নামেনি।
ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্সও আশানুরূপ নয়। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তারা পঞ্চম স্থান নিয়ে মূল আসরে উঠেছে—যা তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পয়েন্ট ২৮; সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ। এর আগে এত কম সাফল্যের হার ছিল ২০০২ বিশ্বকাপের আগে (৫৫.৬ শতাংশ)। তবে সেই আসরেই পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।
এদিকে, নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে স্পেন। একধাপ উন্নতি করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উঠেছে দ্বিতীয় স্থানে, আর ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও পর্তুগাল অপরিবর্তিত রয়েছে। নেদারল্যান্ডস একধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে, ব্রাজিল সাতে, বেলজিয়াম আটে, ইতালি নয় ও জার্মানি দুই ধাপ এগিয়ে দশে।
বাংলাদেশের ফুটবলেও এসেছে ক্ষুদ্র সুখবর। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে ১৮৪ থেকে ১৮৩তম স্থানে উঠেছে লাল-সবুজরা। এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে হেরে গেলেও, অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট অর্জন করেছে জামাল-হামজারা। হংকং বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকায় এই ড্র বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)