ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
কেন জুলাই সনদে সই করেনি এনসিপি?

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর করেনি।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। এনসিপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে সনদে সই না করার কারণ ব্যাখ্যা করেছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার পোস্টে উল্লেখ করেন যে, এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদে সই করবে। তাদের মতে, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক সমঝোতার দলিল বা ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রধানতম কাজ। এ কারণে সনদের সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকা আবশ্যক।
এনসিপি আরও জানায় যে, রাজনৈতিক দলগুলো দীর্ঘ এক বছর ঐকমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে একমত হয়েছে। সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ না থাকায় এনসিপি মনে করে, এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল, কারণ অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
এছাড়া, এনসিপি জনস্বার্থ সংশ্লিষ্ট আরও তিনটি বিষয় উত্থাপন করেছে:
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন।
৩. গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে নোট অব ডিসেন্টের কোনো কার্যকরিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত Constituent Power (গাঠনিক ক্ষমতা) বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে: বাংলাদেশ সংবিধান, ২০২৬।
এনসিপি মনে করে, এসব বিষয়ের নিশ্চয়তা ছাড়া সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে না। তারা উল্লিখিত বিষয়সমূহের স্পষ্ট উল্লেখ নিশ্চিত করেই সনদে স্বাক্ষর করবে। অন্যান্য কিছু দল বাহাত্তরের মুজিববাদী সংবিধানের মূলনীতি টিকিয়ে রাখার স্বার্থে সনদে সই করেনি, যার সঙ্গে এনসিপির সই না করার মৌলিক পার্থক্য রয়েছে বলে দলটি দাবি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার