ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আজ প্রাক্তন ক্ষমা দিবস

আসাদুজ্জামান
আসাদুজ্জামান

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৭ ১৬:১৪:২২

আজ প্রাক্তন ক্ষমা দিবস

প্রতিবছর ১৭ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার বিচিত্র এই দিবসটি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় দিবসটির।

চলে গেছে যে মানুষ ফেরার আকুতিকে উপেক্ষা করে, যেতে দিন তাকে। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে বলে দিতে পারেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, ভালো থাক সব সময়।

সময় চলে তার নিজ গতিতে। এই চলমান গতিময়তার মধ্যেই বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা হয়ে উঠে জীবনের বড্ড অসময়। নিয়মের বেড়াজাল, বাস্তবতার চাপাকলে পরে হারাতে হয় অনেক প্রিয় জিনিস, প্রিয় বস্তু কিংবা প্রিয় মানুষ। মানুষ মানুষকে হারায় কখনো নিজের ভুলে কখনো বা প্রিয় মানুষের অযত্ন আর অবহেলায়। সে জাই হোক ভুলটা নিজের হলেও ওইপাশের মানুষটাকেই আমরা ঠেলে দেই প্রাক্তন নামক একটা শব্দে। অথচ ভালোবাসা শব্দটার কোনো প্রাক্তন হয়না। ভালোবাসা সবসময় বর্তমান কাল। যাকে ভালোবাসি তাকে অতীত নামে কীভাবে অভিহিত করি। ঘৃণার চাদরে তাকে ঢেকে দিলেও সে সারাজীবন বর্তমানকাল। তাকে ভালোবাসি। কখনো গল্পে, কখনো আড্ডায় কখনো বা বৃষ্টিভেজা চায়ের কাপে। কোনো না কোনো ভাবে সে থেকেই যায় হৃদয়ের এক কোনে। ভালোবাসা ভোলার ঊর্ধ্বে।

পৃথিবীর প্রতিটা মানুষের ভালো থাকার অধিকার আছে। হয়তোবা সেই ভালো থাকার খোঁজেই মানুষ ছেড়ে যায়। বসতি গড়ে অন্য শহরে। তবে যাকে ছেড়ে গেল মাঝপথে তার কি হবে আদৈী কি মানুষ খোঁজ রাখে। একমুঠো এই শহরে কত কি হইলো নিখোঁজ কে রাখে তার খোঁজ। কত গল্প রইলো না বলা, কত স্বপ্ন হইলো বেখেয়াল, কত স্মৃতি মুছলো দেয়ালে, কত রাত হইলো নির্ঘুম প্রিয় মুখগুলো জানলোই না। যে যার মতো ভালো থাকে। যদিও অনেকে বলে মরেই যাবো কোনোদিন হারালে তোমাকে দিন শেষে দেখা যায় তারাও ভালো থাকে। সবাই ভালো থাকে। কারো জন্য কেউ থেমে নেই। অতএব, নিজের জন্য নিজেই বাঁচুন নিজের জন্য নিজেই মরুন নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নিন।

কোনো দিন কাউকে মিথ্যে আশ্বাস দেবেন না। কারো জীবন গল্পে অতিথি হয়ে যাবেন না। হয়ত ভালো থাকার জন্য তাকে ছাড়বেন কিন্তু চির বাস্তব সত্য মানুষকে ঠকিয়ে ভালো থাকা যায় না। মাসের পর মাস যাবে, বছরের পর বছর, দিন গড়িয়ে সন্ধে নামবে খেয়ালই থাকবেনা। পৃথিবীর আহ্নিক গতি হয়ত আপনি ভুলেই যাবেন। ভালো থাকতে পারবেন না। মানুষ বাচেই বা কয়দিন, দিন শেষে কেউ না কেউ তো আপনার জীবনে আসবেই সেই সুযোগটা না হয় আপনাকে চাওয়া মানুষটাকে দেন। যে কাপা কাপা গলায় বলেছিলো ভালোবাসি, অন্তত কোনো এক বিকেলে তার পাসে গিয়ে একটু বসেন একবার জিজ্ঞেস করেন পৃথিবীতে এতো মানুষ থাকতে আমাকেই কেনো ভালোবাসতে হলো। আমি এমন কি যে আমাকেই চাইতে হইলো। থাকতে মূল্য দিন মানুষ ভিতর থেকে নিজেকে সরিয়ে নিলে দুনিয়ার কোনো মায়া আর তাকে ফেরাতে পারে না।

তবে সব মায়া ত্যাগ করে যে চলে গেল, অযত্ন আর অবহেলার ঢেউয়ে যে ভাসিয়ে দিল আদৈী কি সে ভালো আছে? হয়ত না। চলে গেলে আর কত দুর এই বা যাওয়া যায় শহরের পর অন্য শহর, অবহেলার চাদরে না হয় ভালোবাসার মানুষটাকে ঢাকলো কিন্তু স্মৃতি মুছবে কি দিয়ে।

সে যাই হোক সব গল্পের শেষে আসুন ক্ষমা করার এই দিনে তাকে মনে করি আরেকবার। কতশত প্রতিশ্রুতি, জবানবন্দি আর আশ্বাস ছিল তার। সব গল্প উপেক্ষা করে চলে গেল যে শত কষ্টের মাঝেও ভালো থাকুক সে। ভালো থাকুক ভালোবাসা। ক্ষমা করে দিলাম।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত