ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

‘জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে’

২০২৫ অক্টোবর ১৭ ১৩:০৫:২৬

‘জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঐকমত্যকে কেন্দ্র করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল শুধুমাত্র জুলাই সনদে স্বাক্ষর করবে এটি কোনো জাতীয় ঐক্য নয়। “কিছু দলের বৈঠক জাতীয় ঐক্যকে নির্দেশ করে না, মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় ঐক্য বলতে আমরা বুঝি যেখানে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা হয়নি। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে গণতন্ত্রের জন্য কোনো দৃঢ় লক্ষণ দেখা যায়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবন মূল্যের হিসাব মাত্র ২ থেকে ৩ লাখ টাকা।

তিনি ফ্যাসিবাদী আমলে দেশের মাফিয়াদের আইনের আওতায় না আনার কথাও উল্লেখ করেন। বরং তাদের ব্যবসার সুরক্ষা করা হচ্ছে এবং শ্রমিকদের শোষণ করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, যারা দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত