ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
অনলাইনে পড়াশোনা: জানুন শীর্ষ ৭ শিক্ষা প্ল্যাটফর্মের কথা
ডুয়া ডেস্ক: শিক্ষা হলো জীবনের আলো, যা অন্ধকার পথকে আলোকিত করে। একজন ভালো শিক্ষক শিক্ষার্থীর স্বপ্ন, কৌতূহল ও প্রতিভাকে বিকশিত করতে পথ দেখান। যুগের পরিবর্তনের সঙ্গে শিক্ষার ধরণও বদলেছে। আজ প্রযুক্তি শিক্ষাকে সকলের কাছে সহজলভ্য করে তুলেছে। অনলাইন প্ল্যাটফর্মগুলো নতুন প্রজন্মের জন্য ভার্চুয়াল শ্রেণিকক্ষের ভূমিকা পালন করছে। ১০ মিনিট স্কুল, শিখো অ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় এবং কার্যকর করে তুলেছে।
করোনাকালের অভিজ্ঞতা অনলাইন শিক্ষার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। চলুন, আজ আমরা পরিচিত হই বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ৭টি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের সঙ্গে।
১) ডুয়োলিংগো
ডুয়োলিংগো একটি জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ। পিটসবার্গের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ভন আহন ও তার ছাত্র সেভেরিন হ্যাকার এটি তৈরি করেন। অ্যাপটিতে ভাষা শেখাকে গেমের মতো করে সাজানো হয়েছে। ছোট ছোট লেসনের মাধ্যমে প্রতিদিন নতুন শব্দ, ব্যাকরণ ও বাক্য গঠন শেখা যায়। বিশ্বের বিভিন্ন ভাষা শেখার জন্য এটি একটি সহজ ও জনপ্রিয় কার্যকরী মাধ্যম।
২) ১০ মিনিট স্কুল
২০১৫ সালে আয়মান সাদিক ১০ মিনিট স্কুলের যাত্রা শুরু করেন। শুরুটা ছিল ইউটিউবে শিক্ষামূলক ভিডিও আপলোডের মাধ্যমে। ধীরে ধীরে এটি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে প্রায় ১৯ হাজার ৪০০টি ভিডিও ও ৫০ হাজারের বেশি কুইজ রয়েছে। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বিষয়ের পাঠের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির প্রস্তুতির জন্যও রয়েছে নানা কোর্স। এখন পর্যন্ত প্রায় ১৫ লক্ষাধিক শিক্ষার্থী এই প্ল্যাটফর্ম থেকে শিখেছে।
৩) শিখো অ্যাপস
দুই তরুণ উদ্যোক্তা শাহীর চৌধুরী ও জিশান জাকারিয়া গড়ে তোলেন ‘শিখো’। এটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ একাডেমিক প্ল্যাটফর্ম। এখন পর্যন্ত ৩০ লাখের বেশি শিক্ষার্থী শিখো ব্যবহার করছে। ২০ জনের বেশি মেন্টর শিক্ষার্থীদের গাইড করেন। ২০ লাখের বেশি ডাউনলোড এবং ১.৮ লাখের বেশি লার্নিং ম্যাটেরিয়ালসহ শিখো এখন দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষা অ্যাপ। এখানে ক্লাসের পাঠ্যক্রম অনুযায়ী পড়ানো হয়, সঙ্গে থাকে পরীক্ষার প্রস্তুতি ও নির্দেশিত ক্লাস।
৪) শিক্ষক বাতায়ন
বাংলাদেশ সরকারের উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্ম মূলত শিক্ষকদের জন্য। এখানে শিক্ষকরা তাদের তৈরি করা ভিডিও, প্রেজেন্টেশন ও ছবি আপলোড করেন, আবার অন্যদের তৈরি কনটেন্টও ব্যবহার করতে পারেন। এখানে এরই মধ্যে ৪৪ হাজারের বেশি শিক্ষামূলক ভিডিও এবং ২ লাখ ১৪ হাজারের বেশি প্রেজেন্টেশন জমা হয়েছে। একজন শিক্ষকের ভালো উপস্থাপনা অন্য শিক্ষকদেরও শেখায় কীভাবে বিষয়গুলো সহজভাবে বোঝানো যায়। ভালো কনটেন্টের জন্য শিক্ষকদের পুরস্কারও দেওয়া হয়।
৫) স্টাডিপ্রেস
স্টাডিপ্রেস মূলত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে চাকরির বিজ্ঞপ্তি, পুরোনো প্রশ্নপত্র ও অধ্যায়ভিত্তিক আলোচনা থাকে। এটি প্রায় ১ লাখ ১৯ হাজার শিক্ষার্থী ব্যবহার করছে। বিশেষ করে বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অনেক উপকারী। শিক্ষার্থীরা পুরোনো পরীক্ষার প্রশ্ন দেখে নিজের ভুল ধরতে ও সংশোধন করতে পারে। সহজভাবে ব্যবহারযোগ্য সাইট হওয়ায় চাকরিপ্রত্যাশীরা এটি অনেক পছন্দ করে।
৬) রেপটো এডুকেশন সেন্টার
বাংলাদেশে ফ্রিল্যান্সিং ও অনলাইন কাজে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রেপটো একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। এখানে এক লাখ দশ হাজারেরও বেশি শিক্ষার্থী শিখছে, আর পাঁচশোর বেশি শিক্ষক শতাধিক কোর্স পরিচালনা করছেন। অ্যাপ বানানো, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং বা ইলাস্ট্রেশনের মতো বিষয়ে দীর্ঘমেয়াদি কোর্স চালু আছে। কোর্স শেষে দক্ষ শিক্ষার্থীদের চাকরির সুযোগও করে দেয় রেপটো।
৭) খান একাডেমি
বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান প্রতিষ্ঠা করেছেন খান একাডেমি। এটি বিশ্বের অন্যতম সেরা অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। এখানে প্রোগ্রামিং, গণিত, অর্থনীতি সহ নানা বিষয়ের ৪ হাজার ৫০০ এর বেশি ভিডিও ও কোর্স একদম বিনামূল্যে পাওয়া যায়। ঘরে বসেই যে কেউ সহজে শিখতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন