ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি পেল বাফুফে

২০২৫ অক্টোবর ১৭ ০১:২৬:৪৯

তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি পেল বাফুফে

স্পোর্টস ডেস্ক: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে তৃণমূল ফুটবলে অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ) প্রদান করেছে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সেরা খেলোয়াড়, কোচসহ বিভিন্ন ফেডারেশনকে নানা স্বীকৃতি দিয়ে থাকে।

বাফুফে এএফসি অ্যাওয়ার্ডের জন্য দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল: মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ ক্যাটাগরি। মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডটি লাওস জেতায় বাংলাদেশের জন্য গ্রাসরুট পুরস্কারের অপেক্ষা ছিল। গ্রাসরুট অ্যাওয়ার্ডের তিনটি ক্যাটাগরির (ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড) মধ্যে ব্রোঞ্জ ক্যাটাগরির পুরস্কার দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সেখানেই বাংলাদেশের নাম ডিসপ্লে হয়। এই ক্যাটাগরিতে নর্দার্ন মারিয়ানা ও ভিয়েতনামও মনোনীত ছিল।

এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত থাকলেও, এএফসি গ্রাসরুট অ্যাওয়ার্ডটি মঞ্চে উঠে গ্রহণ করেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এর আগে ২০১৫ সালে বাফুফে এএফসি অ্যাসপায়ায় মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। দশ বছর পর বাফুফে আবার এএফসি অ্যাওয়ার্ডে কোনো সম্মাননা পেল। এবারই প্রথম বাফুফে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল, এবং গ্রাসরুটে প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার জেতাটা একটি চমক সৃষ্টি করেছে।

বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবলে বিশেষ জোর দিয়েছে। বিশেষ করে যশোর শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমিতে সাতশ খুদে ফুটবলারের সমবেত হওয়ার অনুষ্ঠানটি, যার ভিডিও পুরস্কার প্রদানের সময় ডিসপ্লে হয়েছিল, সেটি এই স্বীকৃতির পেছনে একটি বড় ভূমিকা রেখেছে। বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী একাডেমি ও তৃণমূল ফুটবল নিয়ে বিশেষভাবে কাজ করছেন। সাফ, এএফসির টুর্নামেন্ট ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলছে বাংলাদেশ, যা এই কাজের স্বীকৃতির প্রমাণ।

আঞ্চলিক সংস্থা হিসেবে সাফ এবারও মনোনয়ন পেয়েছিল, তবে এবার আঞ্চলিক সংস্থা হিসেবে আসিয়ান পুরস্কার পাওয়ায় সাফের অপেক্ষা আরও বাড়ল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত