ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

জুলাই সনদে স্বাক্ষর করবেন না চার রাজনৈতিক দল

২০২৫ অক্টোবর ১৬ ১৯:৫৫:০৮

জুলাই সনদে স্বাক্ষর করবেন না চার রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: বামপন্থী চারটি রাজনৈতিক দল জানিয়েছে, তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন না। তারা এটি করতে না পারার সাতটি নির্দিষ্ট কারণও তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পল্টনের মুক্তি ভবনে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদের নেতারা এ সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন।

নেতারা বলেন, সংবিধানের চারটি মূল নীতি বাদ দেওয়া, অঙ্গীকারনামায় মৌলিক অধিকার পরিপন্থি বিধান এবং স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া–এসব কারণে তারা সনদে স্বাক্ষর করছেন না। তারা উল্লেখ করেন, এই বিষয়গুলোতে স্পষ্টতা না থাকায় এবং ভিন্নমতগুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত না হওয়ায় সনদে স্বাক্ষর করা তাদের পক্ষে সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, তারা সাতটি কারণে সনদে স্বাক্ষর করতে পারছেন না। এগুলো হলো-

১. আলোচনাকালে সবার ঐকমত্যে থাকা বিষয়গুলোই স্বাক্ষরের জন্য যোগ্য, ভিন্নমত আলাদা প্রতিবেদন হিসেবে সংযুক্ত হতে পারে।

২. জুলাই সনদের পটভূমি অংশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

৩. শেষ অংশে পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকার দেওয়ার কথা বলা হয়েছে, যা ভিন্নমত থাকলে সম্ভব নয়।

৪. সংবিধানে সনদ সংযুক্তি সম্পর্কে নোট অব ডিসেন্টসহ স্পষ্টতা নেই।

৫. অঙ্গীকারে বলা হয়েছে কেউ আদালতের শরণাপন্ন হতে পারবে না, যা মৌলিক ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন।

৬. স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি বাদ দেওয়া হয়েছে।

৭. খসড়া সনদে অন্তর্বর্তী সরকারের তথ্য থাকলেও চূড়ান্ত সনদে ১০৬ অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, এই সাতটি বিষয় নিষ্পত্তি না হওয়ায় তারা স্বাক্ষর করতে পারছেন না। বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা বলেন, দীর্ঘ আলোচনা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সনদ প্রায় একাত্মতা সৃষ্টি করতে পারেনি।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স যোগ করেন, কমিশনের মাধ্যমে একাত্তরকে ২০২৪ সালে মুছে দেওয়ার মতো প্রক্রিয়া হতে পারে, যা দেশের জনগণকে ভেবে দেখতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত