ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
বিশ্ব খাদ্য দিবসে যে বার্তা দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে উঠবে কৃষকের হাতে—এমন বিশ্বাস ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনীতি ও টেকসই উন্নয়নের মূল ভিত্তি কৃষক, যাদের পরিশ্রম ও সহনশীলতা বাংলাদেশকে আত্মমর্যাদার পথে দাঁড় করিয়েছে।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে তারেক রহমান বলেন, বগুড়ার উর্বর মাঠ থেকে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি শস্যদানার ভেতরে লুকিয়ে আছে আমাদের কৃষকের ত্যাগ, তাদের ঘাম এবং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ।
তিনি উল্লেখ করেন, বিএনপি বিশ্বাস করে—সত্যিকারের খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সরকারের, কৃষকের, উদ্যোক্তার ও জনগণের যৌথ অংশীদারিত্বে; যেখানে সবাই মিলে গড়ে তুলবে টেকসই ও মানবিক খাদ্যব্যবস্থা।
বিএনপি নেতা বলেন, জাতির প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষ ও হতাশার সময়ে দেশের নেতৃত্বে আসেন। তিনি উপলব্ধি করেছিলেন, খাদ্য নিরাপত্তা ছাড়া স্বাধীনতার অর্থ অপূর্ণ। তাঁর নেতৃত্বে সেচ সম্প্রসারণ, খাল পুনরুদ্ধার ও বহুমুখী ফসল উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে দুর্ভিক্ষ থেকে স্বনির্ভরতার পথে এগোয়।
তারেক রহমান জানান, পরবর্তীতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও শক্তিশালী করেছেন সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন ও ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে—যা গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছে এবং নিশ্চিত করেছে যেন কোনো পরিবার অনাহারে না থাকে।
বর্তমান প্রেক্ষাপটে খাদ্যের দাম বৃদ্ধি, পানিসঙ্কট ও জলবায়ু হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, এখনই আমাদের সেই ভিত্তির ওপর দৃঢ়ভাবে দাঁড়াতে হবে—শুধু নিজের মানুষের জন্য নয়, তাদের জন্যও যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ বর্তমানে ১১.৫ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যাদের অনেকেই মাসে মাত্র ছয় ডলারের খাদ্য সহায়তায় টিকে আছেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, সরকার, আন্তর্জাতিক সংস্থা, দাতা দেশ ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে খাদ্য সহায়তা ও জীবিকার সুযোগ পুনরুদ্ধার এখন জরুরি।
খাদ্য ও কৃষি নিরাপত্তায় বিএনপির রূপরেখা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিটি কৃষককে দেওয়া হবে নিরাপদ ডিজিটাল পরিচয়পত্র—যার মাধ্যমে তারা সরাসরি সার, ভর্তুকি, ঋণ, ফসল বিমা ও সরকারি ক্রয়ে অংশ নিতে পারবেন, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই। এর ফলে কৃষক হবেন জাতীয় অর্থনীতির প্রকৃত অংশীদার।
তিনি জানান, বিএনপি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃউদ্ধার, সম্প্রদায়ভিত্তিক সেচব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং আধুনিক তিস্তা ও গঙ্গা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যাতে পানি সাশ্রয় ও প্রবাহ উভয়ই নিশ্চিত হয়।
‘অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রায়িং’ পদ্ধতিতে ধান চাষ প্রসারের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস, পানি সাশ্রয় এবং কার্বন ক্রেডিট থেকে আয় বাড়ানোর কথা বলেন তিনি। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচির মাধ্যমে নারীদের খাদ্য নিরাপত্তার নেতৃত্বে ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তারেক রহমান আরও জানান, কৃষি ও প্রক্রিয়াজাত খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি, শীতল সংরক্ষণ ও রপ্তানিমুখী খাদ্য শিল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বিএনপি। পাশাপাশি কৃষকদের জন্য আধুনিক গুদাম, ড্রোন প্রযুক্তি, স্টার্টআপ ফান্ড ও বায়োগ্যাসকেন্দ্র স্থাপন করা হবে, যাতে কৃষি হয় টেকসই ও উদ্ভাবনী।
তিনি বলেন, এক অনিশ্চিত বিশ্বে বাংলাদেশ প্রমাণ করতে পারে—খাদ্য নিরাপত্তা, কৃষকের মর্যাদা ও টেকসই উন্নয়ন একসঙ্গে সম্ভব। বিএনপি সেই হাতগুলোকে ক্ষমতায়িত করবে, যারা মাটিতে কাজ করে বাংলাদেশের আগামী গড়ে তুলছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, দেখুন (live)
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড