ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

চাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ: শাহবাগে অবস্থানের প্রস্তুতি ছাত্রদলের

২০২৫ অক্টোবর ১৫ ২৩:০৩:০১

চাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ: শাহবাগে অবস্থানের প্রস্তুতি ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফল উদ্বেগজনকভাবে কারচুপির অভিযোগ তুলে প্রতিবাদরত নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে জাতীয় জাদুঘর এলাকায় তারা অবস্থান নেয়।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরপন্থীদের অনুপ্রবেশকে সহায়তা করেছে এবং অবৈধভাবে পক্ষপাতিত্ব করছে।

নেতাকর্মীরা সতর্ক করে জানিয়েছেন, যদি কোথাও ফল পরিবর্তন বা কোনো ধরণের পাঁয়তারা দেখা যায়, তা তারা সহ্য করবেন না এবং সব ধরনের অপচেষ্টা প্রতিহত করবে। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান চালিয়ে যেতে প্রস্তুত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত