ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

গা’জার রাস্তায় শক্তি প্রদর্শন করছে হা’মাস

২০২৫ অক্টোবর ১৫ ১৪:২৮:০২

গা’জার রাস্তায় শক্তি প্রদর্শন করছে হা’মাস

আন্তর্জাতিক ডেস্ক :গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর বিধ্বস্ত শহরগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাস গাজায় অভিযান চালিয়ে বিরোধীদের সহযোগিতার অভিযোগে কয়েকজনকে মৃত্যুদণ্ড প্রদান করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সোমবার হামাস অন্তত ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং আরও চারজনের মৃতদেহ ইসরায়েলের হাতে হস্তান্তর করে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীও গাজা থেকে আরও চার বন্দীর মরদেহ ফিরিয়ে আনে।

হামাস তাদের আনুষ্ঠানিক চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে থাকা আটজন সন্দেহভাজনকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে। হামাস দাবি করেছে, এরা ‘বিরোধীদের সহযোগী ও অপরাধী’।

ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর গাজার উত্তরাঞ্চলে কালো মুখোশধারী হামাস পুলিশকে আবারও রাস্তায় টহল দিতে দেখা গেছে। নতুন গঠিত হামাস নিরাপত্তা ইউনিট ‘প্রতিরোধ বাহিনী’ গাজায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। হামাসের দাবি, যারা অপরাধে জড়িত বা নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের গাজায় কোনো স্থান নেই।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া জানান, মঙ্গলবারও বিরোধীদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এবং বহু স্থানে গোলাগুলি হয়েছে। আরেক বাসিন্দা মোহাম্মদ জানান, গাজার পূর্বাঞ্চলীয় শহর শুজাইয়াতে হামাস বাহিনী ও ফাতাহ ঘনিষ্ঠ সশস্ত্র হিল্লেস পরিবারের মধ্যে তীব্র সংঘর্ষ হচ্ছে। এ অঞ্চলের কথিত ‘ইয়েলো লাইন’-এর ওপারে এখনও সক্রিয় রয়েছে ইসরায়েলি বাহিনী, যারা গাজার প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত