ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে: শামসুজ্জামান দুদু

২০২৫ অক্টোবর ১৫ ১৩:০৪:৪৭

নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: অনির্বাচিত সরকার না নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় তাহলে স্বৈরতন্ত্রের পতনের পর মানুষকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে অনুভূতি তৈরি হয়েছিল তা বাধগ্রস্ত হবে। মানুষ হতাশ হবে।

বুধবার (১৫ অক্টোবর) জাতীয় নির্বাচন ঘিরে দেশ বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকারকে এখন জনগণের পাশে দাঁড়াতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি জরুরি। কোনো দলবিশেষের প্রভাব যেন ডিসি, এসপি বা নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের গণতন্ত্র আরও আশাহত হবে।

তিনি বলেন, একজন বিরোধীদলের নেতা সরকারকে ব্ল্যাকমেইলিং করতে চাইছে না কোণঠাসা করতে চাইছে আমি জানিনা। তারা সরকারের অভ্যন্তর কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবেন। এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না।

বিএনপির এই নেতা বলেন, সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেইলিং করার কথা বলা কোন রাজনৈতিক দলের কাজ না। এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্যে আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, যারা ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নিতে চায়, তাদের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত