ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

ম্যাচ হেরে যা বললেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

২০২৫ অক্টোবর ১৪ ২৩:২৪:৫০

ম্যাচ হেরে যা বললেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

স্পোর্টস ডেস্ক: ৪৫ বছর পর আবারও এশিয়া কাপের মূল পর্বে ফেরার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। হামজা দেওয়ান চৌধুরি ও সামিতদের আগমন সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করেছিল। কিন্তু হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্রয়ের পর সেটি প্রায় নিভে গেল। আর কিছুক্ষণ পর ভারত সিঙ্গাপুরের কাছে হারায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল বাংলাদেশ ও ভারতের এশিয়ান কাপের আশা।

হংকং সফরে তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নেমে এক পয়েন্ট নিয়েই ফিরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বললেন, ‘আমাদের মনে হচ্ছে আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম। তবে এটা ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। পয়েন্টের চেয়ে পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ।’

প্রথমার্ধে তারিক কাজীর একটি ফাউলে প্রতিপক্ষ পেনাল্টি পায়। যদিও কোচ ম্যাচ শেষে তাকে দায়ী করতে চাননি। তিনি বলেন, ‘তারিকের সঙ্গে কথা বলেছি, সে নিশ্চিত ছিল বল আগে ছুঁয়েছিল। এটা হয়তো ৫০-৫০ সিদ্ধান্ত ছিল। দুর্ভাগ্যজনক ঘটনা, তবে এখন সেটা নিয়ে ভাবার সময় নয়।’

বাংলাদেশ এখনো বাছাইপর্বে তিন পয়েন্ট তুলতে পারেনি। তবুও ক্যাবরেরা দলের পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘দলটা উন্নতি করছে। দ্বিতীয়ার্ধে আমরা সত্যিই কিছু মানসম্পন্ন মুহূর্ত তৈরি করেছি।’

দলের অন্যতম প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরি ম্যাচের পর বলেন, ‘ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এখানকার স্টেডিয়াম ও পরিবেশ অসাধারণ। সমর্থকদের উচ্ছ্বাস অনুপ্রেরণাদায়ক। হারা দুঃখজনক, তবে আমরা প্রতিটি ম্যাচে উন্নতি করছি।’

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত