ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

এনসিপিকে শাপলার পরিবর্তে অন্য প্রতীক নেওয়ার সময় বেধে দিল ইসি

২০২৫ অক্টোবর ১৪ ১৪:০৪:২৩

এনসিপিকে শাপলার পরিবর্তে অন্য প্রতীক নেওয়ার সময় বেধে দিল ইসি

নিজস্ব প্রতিবেদক: এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে আখতার আহমেদ বলেন, “১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের জন্য আবেদন করবেন। যদি না করে, কমিশন নিজ উদ্যোগে অন্য প্রতীক বরাদ্দ দেবে।”

তিনি আরও বলেন, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা আবশ্যক নয়। এনসিপি যদি শাপলা ছাড়া নিবন্ধন করতে না চায়, তাহলে এটি তাদের নিজের দায়িত্ব।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত