ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

উপদেষ্টার পদত্যাগ দাবির হুশিয়ারি দিলেন শিক্ষকরা

২০২৫ অক্টোবর ১৩ ১৩:০৪:১৪

উপদেষ্টার পদত্যাগ দাবির হুশিয়ারি দিলেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে আজ (১৩ অক্টোবর) সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল থেকেই তারা প্রেসক্লাব ও শহীদ মিনারে অবস্থান শুরু করেছিলেন এবং তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন।

এ বিষয়ে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, “গতকাল শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছে তা ন্যাক্কারজনক এবং আশা করিনি। আমাদের পাঁচ সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের তিনটি দাবিতে প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “আমরা যে কর্মবিরতি ঘোষণা করেছি, তাই সকল শিক্ষক শহীদ মিনারে উপস্থিত হোন। কোনো প্রতিষ্ঠান প্রধান বাধা দিলে শিক্ষকরা একযোগে তাকে বাধ্য করবেন। আমরা চাই সরকারের বাজেট যেন নির্দিষ্ট কাজগুলো ব্যর্থ না হয়। বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য দাবি আদায় না হলে আমরা সচিবালয় ও যমুনা অভিমুখে রওনা দেব এবং শাহবাগে অবস্থানসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করব। শেষ পর্যন্ত যদি সরকার ও উপদেষ্টা পদক্ষেপ না নেয়, আমরা উপদেষ্টার পদত্যাগের দাবি জানাতে বাধ্য হব।”

এদিকে, রোববার (১২ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে। এরপর শিক্ষকরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লেও, কিছু শিক্ষক আবারও প্রেসক্লাবে অবস্থান নেন। অন্য অংশ শহীদ মিনারে এসে অবস্থান নেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত