ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

নারীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স, আবেদন অনলাইনে

ইনজামামুল হক পার্থ
ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১২ ১৮:১৮:১৯

নারীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স, আবেদন অনলাইনে

ইনজামামুল হক পার্থ: নারীদের জন্য চারটি প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে, যা সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলাদেশ সরকারের সহায়তায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও দ্য এভারেস্ট আইটি যৌথভাবে আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য নারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের পেশাগত ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করা।

প্রশিক্ষণ কোর্সটি তিন মাস মেয়াদি এবং প্রতিদিন ৫ ঘণ্টা ক্লাসে পরিচালিত হবে। এই কোর্সে চারটি ভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে কম্পিউটার অপারেশন (লেভেল-৩), ফ্রিল্যান্সের জন্য ডিজিটাল মার্কেটিং (লেভেল-৩), গ্রাফিকস ডিজাইন (লেভেল-৩) এবং ফ্রিল্যান্সের জন্য গ্রাফিক্স ডিজাইন (লেভেল-৩)।

ভর্তির জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস বা সমমান। প্রতি ব্যাচে ২৪ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। ভর্তির জন্য প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি), সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন কপি জমা দিতে হবে।

কোর্স শেষ হলে সরকারি সনদ প্রদান করা হবে এবং ফ্রিল্যান্সিংয়ে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এনএসডিএ অনুমোদিত সনদপত্র, চাকরিতে অগ্রাধিকার এবং ভবিষ্যতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগও নিশ্চিত করা হবে।

চূড়ান্ত লক্ষ্য হলো নারীদের প্রযুক্তি, ডিজাইন ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা পেশাগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

বিস্তারিত জানতে এবং আবেদন করতেএখানে ক্লিক করুন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত