ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

‘আমি এ দোকানের বান্ধা কাস্টমার’

২০২৫ অক্টোবর ১১ ১৬:১৭:৫৮

‘আমি এ দোকানের বান্ধা কাস্টমার’

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ, কবি ও গীতিকার মারজুক রাসেল আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন অভিনব এক ভিডিও প্রকাশের মাধ্যমে। বহুমুখী এই শিল্পী এবার অভিনয়ের বাইরেও নিজের ভিন্নধর্মী হিউমার ও রম্যভঙ্গিতে মুগ্ধ করেছেন ভক্তদের।

বর্তমানে প্রচারিত হচ্ছে তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজন। পাশাপাশি তিনি ব্যস্ত আছেন বেশ কিছু একক নাটকের কাজ নিয়ে। তবে সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রকাশ করা তার ছোট ছোট ভিডিওগুলোই দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। এসব ভিডিওতে তিনি সামাজিক রম্য বিষয়গুলোকে অনন্য ভঙ্গিতে তুলে ধরছেন।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দোকানের ভেতরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় বসে আছেন মারজুক রাসেল। প্রথম দেখায় মনে হয়, তাকে সত্যিই বেঁধে রাখা হয়েছে। তবে এটি আসলে তার ভিডিওর ভিজ্যুয়ালাইজেশন। ক্যাপশনে তিনি লিখেছেন—― ভাই, আপনার এই অবস্থা ক্যা?― আমি এই দোকানের ‘বান্ধা কাস্টমার’।

মাত্র কয়েক সেকেন্ডের ওই ভিডিওতেই দর্শক মাত করেছেন মারজুক। ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে প্রায় চার লাখ, আর শেয়ার হয়েছে আট হাজারের বেশি বার।

ভক্তরা বলছেন, মারজুক রাসেল তার অনন্য হিউমার সেন্স দিয়ে শুধু পর্দায় নয়, সামাজিক মাধ্যমেও এক নতুন ঢংয়ে বিনোদন দিচ্ছেন দর্শকদের।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রার বিনিময় হার (১১ অক্টোবর)

আজকের মুদ্রার বিনিময় হার (১১ অক্টোবর)

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক লেনদেনও দিনদিন বেড়ে চলেছে। দেশের ব্যবসা-বাণিজ্যকে সুষ্ঠু রাখতে এবং মুদ্রা... বিস্তারিত