ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

স্নাতক শিক্ষার্থীদের জন্য দেশের বাইরে ইন্টার্নশিপের সুযোগ

২০২৫ অক্টোবর ১০ ১২:১১:৩০

স্নাতক শিক্ষার্থীদের জন্য দেশের বাইরে ইন্টার্নশিপের সুযোগ

ডুয়া ডেস্ক: গোল্ডম্যান স্যাকস এশিয়া-প্যাসিফিক অঞ্চলে স্নাতক শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের জন্য অফ–সাইকেল ইন্টার্নশিপ প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা বিনিয়োগ ব্যাংকিং ও গবেষণাভিত্তিক ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, বৈশ্বিক আর্থিক খাতে হাতেকলমে কাজ শিখবেন এবং অভিজ্ঞ পেশাদারদের তত্ত্বাবধানে কাজের সুযোগ পাবেন।

প্রোগ্রামের মেয়াদ ৩ থেকে ১২ মাস, এবং এর জন্য আবেদন করা যাবে সিউল, টোকিও, সাংহাই ও হংকংয়ের অফিসগুলোতে। ইন্টার্নরা বৈশ্বিক আর্থিক কেন্দ্রগুলোতে বিনিয়োগ গবেষণা, পোর্টফোলিও স্ট্র্যাটেজি, ম্যাক্রো রিসার্চ এবং হেলথকেয়ারসহ বিভিন্ন বিষয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করবেন।

যোগ্যতাসমূহের মধ্যে রয়েছে শেষ বর্ষের শিক্ষার্থী, শেষের আগের বর্ষের শিক্ষার্থী অথবা সদ্য স্নাতক হওয়া। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে গ্যাপ ইয়ার নেওয়া সম্ভব। পদভেদে অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন হতে পারে।

ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আর্থিক খাতে কাজ শেখার পাশাপাশি জব শ্যাডোয়িং, পেশাগত প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অফিসগুলোতে কাজ করার সুযোগ পাবেন। আবেদন অনলাইনে করা যাবে এবং বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতির জন্য সংশ্লিষ্টলিংকে ভিজিট করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত