ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
এবার বাংলাতেও এআই সার্চ চালু করল গুগল

ডুয়া ডেস্ক: কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য গুগল আনলো এক যুগান্তকারী আপডেট। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অনুসন্ধান ব্যবস্থা পাওয়া যাবে আরও সাতটি স্থানীয় ভাষায়— বাংলা, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলুগু এবং উর্দু। নতুন এই সংযোজনের ফলে ব্যবহারকারীরা এখন নিজেদের মাতৃভাষায় যেকোনো জটিল প্রশ্ন করতে পারবেন এবং বিস্তারিত, প্রাসঙ্গিক উত্তরও পাবেন সঙ্গে সঙ্গে।
আগে গুগলের এআই মোড শুধু ইংরেজি ও হিন্দি ভাষায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার স্থানীয় ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য গুগল সার্চ আরও সহজ, সাবলীল ও কথোপকথনধর্মী করে তুলছে। গুগলের ভাষ্য অনুযায়ী, এআই মোডের নতুন সংস্করণ ব্যবহারকারীদের শেখা, লেখা, পণ্যের তুলনা বা ভ্রমণ পরিকল্পনার মতো কাজে অভূতপূর্ব সুবিধা দেবে।
জেমিনি মডেলে নতুন প্রযুক্তি
এই নতুন ভাষাগুলোর সাপোর্ট দিতে গুগল ব্যবহার করছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনি’। এটি শুধু অনুবাদই করে না, বরং স্থানীয় ভাষার উচ্চারণ, ব্যাকরণ এবং প্রেক্ষাপটও বুঝে নিয়ে উত্তর দেয়। আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে নতুন ভাষাগুলোর কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ফিচার ‘সার্চ লাইভ’
গুগলের এই আপডেটে যুক্ত হয়েছে আরও একটি বড় সংযোজন— ‘সার্চ লাইভ’। এটি ব্যবহারকারীদের কণ্ঠস্বর ও ক্যামেরা দিয়ে অনুসন্ধানের সুযোগ দেবে, যেন ব্যবহারকারী সরাসরি গুগলের সঙ্গে কথা বলছেন। উদাহরণস্বরূপ, আপনি ক্যামেরা চালু করে কোনো উপাদানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে পারেন, “এই জিনিস দিয়ে ঠান্ডা মাচা বানানোর সেরা উপায় কী?” গুগল সঙ্গে সঙ্গে উপযুক্ত উত্তর দেবে।
যুক্তরাষ্ট্রের পর প্রথমবারের মতো ভারতে চালু হচ্ছে ‘সার্চ লাইভ’। প্রাথমিকভাবে এটি ইংরেজি ও হিন্দি ভাষায় ব্যবহার করা যাবে। গুগলের মতে, এই ফিচার শিক্ষার্থী, গৃহিণী ও ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।
আজ থেকেই ধাপে ধাপে দেশজুড়ে ‘সার্চ লাইভ’ ফিচারটি চালু হচ্ছে। ব্যবহারকারীরা চাইলে গুগল অ্যাপে অনুসন্ধান বারের নিচে থাকা ‘লাইভ’ আইকনে ক্লিক করতে পারবেন বা গুগল লেন্সে গিয়ে ‘লাইভ’ বিকল্পটি ব্যবহার করতে পারবেন।
গুগল জানিয়েছে, নতুন এই আপডেটগুলোর ফলে ভারতীয় ব্যবহারকারীদের অনুসন্ধান অভিজ্ঞতা হবে আরও প্রাসঙ্গিক, কথোপকথনধর্মী ও স্মার্ট। এখন যে কোনো ভাষায়, যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে আরও সহজে, আরও দ্রুত।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা