ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

এবার বাংলাতেও এআই সার্চ চালু করল গুগল

২০২৫ অক্টোবর ০৯ ১১:১৫:১৫

এবার বাংলাতেও এআই সার্চ চালু করল গুগল

ডুয়া ডেস্ক: কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য গুগল আনলো এক যুগান্তকারী আপডেট। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অনুসন্ধান ব্যবস্থা পাওয়া যাবে আরও সাতটি স্থানীয় ভাষায়— বাংলা, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলুগু এবং উর্দু। নতুন এই সংযোজনের ফলে ব্যবহারকারীরা এখন নিজেদের মাতৃভাষায় যেকোনো জটিল প্রশ্ন করতে পারবেন এবং বিস্তারিত, প্রাসঙ্গিক উত্তরও পাবেন সঙ্গে সঙ্গে।

আগে গুগলের এআই মোড শুধু ইংরেজি ও হিন্দি ভাষায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার স্থানীয় ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য গুগল সার্চ আরও সহজ, সাবলীল ও কথোপকথনধর্মী করে তুলছে। গুগলের ভাষ্য অনুযায়ী, এআই মোডের নতুন সংস্করণ ব্যবহারকারীদের শেখা, লেখা, পণ্যের তুলনা বা ভ্রমণ পরিকল্পনার মতো কাজে অভূতপূর্ব সুবিধা দেবে।

জেমিনি মডেলে নতুন প্রযুক্তি

এই নতুন ভাষাগুলোর সাপোর্ট দিতে গুগল ব্যবহার করছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনি’। এটি শুধু অনুবাদই করে না, বরং স্থানীয় ভাষার উচ্চারণ, ব্যাকরণ এবং প্রেক্ষাপটও বুঝে নিয়ে উত্তর দেয়। আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে নতুন ভাষাগুলোর কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ফিচার ‘সার্চ লাইভ’

গুগলের এই আপডেটে যুক্ত হয়েছে আরও একটি বড় সংযোজন— ‘সার্চ লাইভ’। এটি ব্যবহারকারীদের কণ্ঠস্বর ও ক্যামেরা দিয়ে অনুসন্ধানের সুযোগ দেবে, যেন ব্যবহারকারী সরাসরি গুগলের সঙ্গে কথা বলছেন। উদাহরণস্বরূপ, আপনি ক্যামেরা চালু করে কোনো উপাদানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে পারেন, “এই জিনিস দিয়ে ঠান্ডা মাচা বানানোর সেরা উপায় কী?” গুগল সঙ্গে সঙ্গে উপযুক্ত উত্তর দেবে।

যুক্তরাষ্ট্রের পর প্রথমবারের মতো ভারতে চালু হচ্ছে ‘সার্চ লাইভ’। প্রাথমিকভাবে এটি ইংরেজি ও হিন্দি ভাষায় ব্যবহার করা যাবে। গুগলের মতে, এই ফিচার শিক্ষার্থী, গৃহিণী ও ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

আজ থেকেই ধাপে ধাপে দেশজুড়ে ‘সার্চ লাইভ’ ফিচারটি চালু হচ্ছে। ব্যবহারকারীরা চাইলে গুগল অ্যাপে অনুসন্ধান বারের নিচে থাকা ‘লাইভ’ আইকনে ক্লিক করতে পারবেন বা গুগল লেন্সে গিয়ে ‘লাইভ’ বিকল্পটি ব্যবহার করতে পারবেন।

গুগল জানিয়েছে, নতুন এই আপডেটগুলোর ফলে ভারতীয় ব্যবহারকারীদের অনুসন্ধান অভিজ্ঞতা হবে আরও প্রাসঙ্গিক, কথোপকথনধর্মী ও স্মার্ট। এখন যে কোনো ভাষায়, যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে আরও সহজে, আরও দ্রুত।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত