ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তবে গণভোটও সুষ্ঠু হবে না। তাই আগে গণভোট অনুষ্ঠিত হওয়াই যুক্তিযুক্ত।
বুধবার (৮ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, গণভোটের ব্যাপারে সবাই এখন একমত। নভেম্বরের মধ্যেই আলাদাভাবে গণভোট সম্পন্ন হওয়া উচিত। কিছু বিষয়ে আমাদের মতভিন্নতা থাকলেও গণভোট নিয়ে আর কোনো বিরোধ নেই। জুলাই চার্টারের সংস্কার প্রস্তাব গণভোটের মাধ্যমেই গৃহীত বা বাতিল হবে।
তিনি আরও বলেন, অনেকে প্রস্তাব দিয়েছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে ভালো হয়। কিন্তু আমরা মনে করি, এ দুটি সম্পূর্ণ ভিন্ন ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। গণভোটের মাধ্যমে জুলাই চার্টার নামে যে সংস্কার প্যাকেজ রয়েছে, সেটিই জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত হবে। জনগণ যদি তা গ্রহণ করে, তবে পরবর্তী নির্বাচন সেই ভিত্তিতে হবে; আর যদি প্রত্যাখ্যান করে, বিষয়টি সেখানেই শেষ হয়ে যাবে।
একই দিনে দুটি ভোট আয়োজনের বিরোধিতা করে তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে বিভ্রান্তি তৈরি হবে। জুলাই চার্টারে এমন কিছু ইস্যু রয়েছে, যা পরবর্তী নির্বাচনের অংশ হয়ে যাবে যেমন আপার হাউস প্রতিষ্ঠার প্রস্তাব। জনগণ গণভোটে এটি গ্রহণ বা বাতিল করবে কি না, তা নিশ্চিত না থাকলে নির্বাচনের প্রক্রিয়া জটিল হয়ে উঠবে।
তিনি আরও যোগ করেন, অতীতে জাতীয় নির্বাচনে দেখা গেছে গণভোটের রায় পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দুইটি ভোট একসঙ্গে হলে একটার ভাগ্য অন্যটার সঙ্গে মিশে যাবে। তাই গণভোট আগেই হওয়াই যুক্তিসঙ্গত ও নিরাপদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই, জাতীয় নির্বাচনও যেন সুষ্ঠু হয়। তবে এখনো ন্যায্যতা ও ফলাফল মেনে নেওয়ার মানসিকতা সমাজে গড়ে ওঠেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে উত্তেজনা ও অভিযোগের পরও অনেকে ফলাফল স্বীকারে অনীহা দেখিয়েছেন, আর জাহাঙ্গীরনগরে ফল দিতে সময় লেগেছে প্রায় ৪৮ ঘণ্টা।
গণভোটের সময়সূচি প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আমরা চাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন হোক। আমাদের অভিজ্ঞতা আছে বাংলাদেশে এর আগে মাত্র ১৯ দিনের ব্যবধানেও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই জুলাই চার্টার নিয়ে গণভোট আয়োজন করা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে