ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ইমরানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে : মরিয়ম নওয়াজ

ডুয়া নিউজ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি যে তহবিলের দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, সেই আল কাদির বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ন্ত্রণ আদালত পাকিস্তানের সরকারের কাছে হস্তান্তর করেছে। পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) পাঞ্জাবের ওকারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘হোনহার স্কলারশিপ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম।
সেখানে তিনি বলেন, “ইমরান খানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে। জবাবদিহিতা আদালত বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ন্ত্রণ সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।”
২০১৯ সালে প্রতিষ্ঠিত আল-কাদির বিশ্ববিদ্যালয়টি পাকিস্তানের পাঞ্জাবের বাহারিয়া টাউন এলাকায় অবস্থিত। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়। ২০২২ সালে বিরোধীদলীয় এমপিদের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারানোর পর, আল কাদির ট্রাস্টের তহবিল নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে।
পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা, ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) তদন্তের পর জানা যায়, ইমরান ও মামলার অন্যান্য আসামিরা প্রায় ৫ হাজার কোটি রুপি তহবিল চুরি করে যুক্তরাজ্যে পাচার করেছেন।
সর্বশেষ যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) মাধ্যমে ওই অর্থের সমপরিমাণ ১৯ কোটি পাউন্ড দেশে পাঠাতে সক্ষম হয়েছে পাকিস্তানে বর্তমানে ক্ষমতাসীন জোট সরকার।
শুক্রবার পাকিস্তানের জবাবদিহিতা আদালত ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের এবং তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ন্ত্রণ সরকারকে অর্পণ করার নির্দেশ দেয়।
মরিয়ম এ সময় বলেন, “আল-কাদির ট্রাস্টে যে বিশাল পরিমাণে চুরি হয়েছে, তা আজ প্রমাণিত হয়েছে। পাকিস্তানের ইতিহাসে ইমরান খান প্রথম ব্যক্তি, যিনি দুর্নীতি করতে গিয়ে ধরা পড়েছেন।”
এছাড়া আল-কাদির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি এবং ল্যাপটপ প্রদান করা হবে বলেও উল্লেখ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “আমি আমাদের শিশুর হাতে বৃত্তি এবং ল্যাপটপ তুলে দিতে চাই, পেট্রোল বোমা নয়। আমাদের সন্তানদের যাদের পেট্রোল বোমা হাতে তুলে দেওয়া হয়েছিল, তারা এখন কারাগারে রয়েছে। আমরা এমন তরুণ প্রজন্ম চাই না, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিতে প্রভাবিত হয়ে পুলিশকে আক্রমণ করে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা